সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ শোক জানান।
তারা শোকবার্তায় বলেন, মরহুম ছিলেন ইসলামি জ্ঞানের অগাধ ভাণ্ডার ও উম্মাহর জন্য একজন বাতিঘরের মতো পথপ্রদর্শক। তাঁর জীবন ছিল কুরআন-সুন্নাহর প্রচার, ফতোয়া, এবং দাওয়াতি কাজের জন্য নিবেদিত। তিনি দীর্ঘ সময় ধরে সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বের সর্বোচ্চ আসনে থেকে বিশ্ববাসীকে ইলম ও হেদায়াতের আলো পৌঁছে দিয়েছেন।
নেতৃদ্বয় আরো বলেন, শাইখ আব্দুল আজিজ আলুশ শাইখ (রহ.)-এর ইন্তেকালে মুসলিম উম্মাহ এক যুগশ্রেষ্ঠ মনীষীকে হারালো। তাঁর ইন্তেকাল বিশ্ব ইসলামী আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তারা আরও বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সৌদি সরকার ও মুসলিম উম্মাহকে সবর করার তাওফিক দেন। আমিন।

