ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক ২৪তম কিরাত সম্মেলন। বাংলাদেশে পবিত্র কোরআনের তিলাওয়াত চর্চাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রসারিত করতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’ ও পি.এইচ.পি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় চলছে এ আয়োজন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন- ইকরার মহাসচিব সাখাওয়াত খান ও বিশেষ অতিথির মন্ত্রিপরিষদ বিভাগে যুগ্মসচিব তানভীর আহমেদ।

ধর্ম উপদেষ্টা বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা তুলে ধরছেন আমাদের হাফেজরা। যেসব হাফেজ অর্জন বয়ে এনেছেন রাষ্ট্রের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হবে।
আয়োজকেরা জানিয়েছেন, দিনব্যাপী সম্মেলন শুক্রবার সকাল ৮টায় শুরু হয়েছে। চলবে রাত ১০টা পর্যন্ত।
বিশ্বখ্যাত ক্বারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারীর সভাপতিত্বে এতে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ঢাকাস্থ ইরানের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী, ইন্দোনেশিয়ান হাইকমিশনে মিনিস্টার কাউন্সিলর আহমেদ সাইফুদ্দিন আযহারী, বাংলাদেশে নিযুক্ত ব্রনাই হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান উপস্থিত ছিলেন।
ক্বারীদের মধ্যে ছিলেন মিসরের ক্বারি শাইখ আহমদ আল জাওহারি, পাকিস্তানের ক্বারি আনোয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের ক্বারি মাহদী গুলাম নেজাদ ও ফিলিপাইনের ক্বারী মুহাম্মদ নাজির আজগর।

