আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এক মাসে ওমরাহ করলেন ১ কোটি ১৭ লাখ মুসল্লি

আমার দেশ অনলাইন
এক মাসে ওমরাহ করলেন ১ কোটি ১৭ লাখ মুসল্লি

হিজরি বর্ষের রবিউস সানি মাসে ওমরাহ পালন করেছেন ১ কোটি ১৭ লাখেরও বেশি মুসলিম। এটি সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ সংখ্যা, যা সৌদি সরকারের উন্নত সেবা ও আধুনিক সুবিধার ফল হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাধারণ কর্তৃপক্ষের যৌথ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশ থেকে ওমরাহযাত্রীর মধ্যে দেড় মিলিয়নের (১৫ লাখের) বেশি মুসল্লি এসেছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, ডিজিটাল টুল ও সমন্বিত লজিস্টিক সেবার কারণে এখন ওমরাহ যাত্রা আগের চেয়ে অনেক সহজ ও আরামদায়ক হয়েছে। বিদেশি মুসল্লিরা অনলাইনে আবেদন, বুকিং ও যাত্রা-সংক্রান্ত কার্যক্রম সহজেই সম্পন্ন করতে পারছেন, ফলে শান্তিদায়ক পরিবেশে সহজেই ইবাদত করতে পারছেন।

সৌদি সরকারের ভিশন ২০৩০–এর অংশ হিসেবে এই সেবার সম্প্রসারণ করা হচ্ছে। এর লক্ষ্য বিশ্বজুড়ে মুসলমানদের জন্য দুই পবিত্র মসজিদে পৌঁছানো আরো সহজ করা এবং তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। এতে শুরু থেকে যাত্রা শেষ হওয়া পর্যন্ত মুসল্লিদের নিরাপত্তা, আরাম ও মানসিক প্রশান্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

গত কয়েক বছর ধরে ওমরাহ ও হজ ব্যবস্থাপনাকে আধুনিকায়নে ব্যাপক বিনিয়োগ করেছে সৌদি সরকার। বিশেষ করে ডিজিটাল ভিসা, অনলাইন নিবন্ধন, স্মার্ট ট্রান্সপোর্ট ও নতুন অবকাঠামো উন্নয়নের ফলে ওমরাহ যাত্রায় আগের তুলনায় অংশগ্রহণ বেড়েছে কয়েকগুণ। সূত্র: সৌদি গেজেট

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মানবতাবিরোধী অপরাধীদের দলকে কোনো দেশই কর্মকাণ্ড চালাতে দেয় না: প্রেস সচিব

সিলেটে ইনকিলাব মঞ্চের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ

চুয়াডাঙ্গায় ৫ বছরের শিশুর প্রাণ কেড়ে নিলো ট্রলি

ইউক্রেনকে ঋণ দিতে রুশ সম্পদ ব্যবহারের বিরোধী ৬৭% বেলজিয়ান

চবি উপ-উপাচার্যের বক্তব্য নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিল চবি প্রশাসন

এলাকার খবর
খুঁজুন