আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা আল্লাহর ইবাদত করো। তাঁর সঙ্গে কাউকে শরিক করো না। বাবা-মায়ের সঙ্গে সদাচরণ করো এবং নিকটাত্মীয়, ইয়াতিম, মিসকিন, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, ক্ষণিকের সঙ্গী, পথচারী এবং নিজেদের অধীনস্থদের সঙ্গেও সদ্ব্যবহার করো।’ (সুরা নিসা : ৩৬) রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান রাখে, সে যেন প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করে।’ (মুসলিম : ১৮৫)
এভাবে ইসলামে পাড়া-প্রতিবেশীদের অধিকার সম্পর্কে অনেক বক্তব্য রয়েছে। প্রতিবেশীর হক অনাদায় ইহকাল ও পরকালের অনেক ক্ষতির কারণ। সংক্ষেপে জেনে নিন প্রতিবেশীর হক এবং এ-সংক্রান্ত করণীয়-বর্জনীয় সম্পর্কে—
প্রতিবেশীর ধরন
এক. নিকট প্রতিবেশী, অর্থাৎ আমার বাড়ির সঙ্গে যার বাড়ি।
দুই. দূর প্রতিবেশী, অর্থাৎ যার বাড়ি পাড়া বা মহল্লার শেষ প্রান্তে।
তিন. ক্ষণিকের প্রতিবেশী! গাড়িতে, বাসে, ট্রেনে, বিমানে বা মজলিসে যিনি আমার কাছে বসেছেন। (ইসলামি জীবনব্যবস্থা : ৪/২৮৯)
প্রতিবেশীর মর্যাদার স্তর
একটি হক : অমুসলিম প্রতিবেশী, যার সঙ্গে আত্মীয়তার কোনো সম্পর্ক নেই।
দুটি হক : মুসলিম প্রতিবেশী, যার সঙ্গে আত্মীয়তার কোনো সম্পর্ক নেই।
তিনটি হক : মুসলিম প্রতিবেশী, যার সঙ্গে আত্মীয়তারও সম্পর্ক আছে। (মাআরিফুল হাদিস : ৬/৪৫)
প্রতিবেশীর সঙ্গে সদাচরণের লাভ
১. আল্লাহ ও তাঁর রাসুলের মহব্বত লাভ হবে।
২. পরিপূর্ণ ঈমানদার ও মুমিন হওয়া যাবে।
৩. নফল ইবাদত কম হলেও জান্নাত লাভ হবে। (শুআবুল ঈমান : ১৫৩৩; তিরমিজি : ২৩০৩; মুসনাদে আহমদ : ৯২৯৮)
৪. সুন্দর সমাজ ও সুখময় জীবন লাভ হবে।
প্রতিবেশীর সঙ্গে অসদাচরণের ক্ষতি
১. আল্লাহ ও তাঁর রাসুলের মহব্বত লাভ হবে না।
২. পরিপূর্ণ ঈমানদার ও মুমিন হওয়া যাবে না।
৩. রাশি রাশি ইবাদত বিফল ও জান্নাত থেকে বঞ্চিত হতে হবে।
৪. সংকীর্ণ জীবন ও অশান্তির সমাজ সৃষ্টি হবে।
৫. দশগুণ বেশি পাপ দেওয়া হবে। (মুসনাদে আহমদ: ২৩৩৪২; মুসলিম: ৪৬; শুআবুল ঈমান: ১৫৩৩; তিরমিজি: ২৩০৩)
প্রতিবেশীর অধিকার
১. সাহায্য চাইলে সাহায্য করা।
২ ঋণ চাইলে ঋণ দেওয়া।
৩. অভাবে পড়লে সহায়তা করা।
৪. রোগাক্রান্ত হলে সেবা-শুশ্রূষা করা।
৫. কল্যাণ হলে মুবারাকবাদ জানানো।
৬. বিপদগ্রস্ত হলে দুঃখ প্রকাশ করা।
৭. মৃত্যুবরণ করলে জানাজায় শরিক হওয়া।
৮. ফল-মূল ক্রয় করলে প্রতিবেশিকে হাদিয়া দেওয়া। যদি তা সম্ভব না হয়, তবে ঘরে সেগুলো গোপনে প্রবেশ করানো উচিত। আর সন্তানরা যেন তা খোলাখুলিভাবে না খায়, কারণ তাতে প্রতিবেশীর সন্তানদের মনে আঘাত লাগতে পারে।
৯. প্রতিবেশী ভুল করলে তা গোপন রাখা উচিত। (শুআবুল ঈমান: ৯৫৬১; আত-তারগীব ওয়াত-তারহিব: ৩৮৯০)

