ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুতেই হোঁচট খেয়েছে চেলসি। তাদের গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে ক্রিস্টাল প্যালেস। এই ড্রয়ের পর ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন চেলসির প্রধান কোচ এনজো মারেস্কা।
স্ট্যাম্পফোর্ড ব্রিজে ৭২ শতাংশ বল দখলে রাখলেও আক্রমণে ক্রিস্টালের ওপর সেভাবে চাপ সৃষ্টি করতে পারেনি চেলসি। তাদের নেওয়া ১৯ শটের মধ্যে মাত্র তিনটি লক্ষ্যে ছিল। যা সফরকারীদের ডেডলক ভাঙার জন্য যথেষ্ট ছিল না।
পয়েন্ট ভাগ করলেও হতাশ হচ্ছেন না মারেস্কা। শিষ্যদের খেলায় ইতিবাচকতা দেখছেন তিনি। এই কোচের বিশ্বাস- ধীরে ধীরে উন্নতির পথেই হাঁটছে চেলসি।
সংবাদ সম্মেলনে মারেস্কা বলেন, ‘আমরা শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেছি, ম্যাচ জেতার চেষ্টা করেছি। আমি মনে করি শেষ দিকে আমাদের কিছু সুযোগ ছিল। এটা প্রমাণ করে যে আমরা সামগ্রিকভাবে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি। গত সপ্তাহে আমরা দুটি প্রীতি ম্যাচ খেলেছি। কিন্তু আমাদের জন্য আসল ম্যাচটি ছিল ক্রিস্টালের বিপক্ষে। আমরা ধীরে ধীরে তবে নিশ্চিতভাবেই আরো ভালো করব।’
চেলসি কোচ আরো বলেন, ‘আমরা সবসময় ম্যাচ জেতার চেষ্টা করি। দুর্ভাগ্যবশত আমরা ক্রিস্টালের বিপক্ষে জিততে পারিনি। তবে সামগ্রিকভাবে আমরা দুই অর্ধেই যথেষ্ট সুযোগ তৈরি করেছি। আমরা জানি প্রতিপক্ষ দল কতটা শক্তিশালী, কতটা সংগঠিত। তারা গত দুটি ফাইনালে লিভারপুল এবং ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

