বিশ্বকাপ বাছাই

ফরাসিদের রুখল আইসল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ২৩: ০০
ক্রিস্টোফার এনকঙ্কু

ইনজুরি হানা দিয়েছিল দলে। যে কারণে মাঠের লড়াইয়ে ছিলেন না দুই সুপারস্টার। দর্শক বনে গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। ছিলেন না সদ্য ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলেও। দুই তারকাকে ছাড়াই আইসল্যান্ডের মাঠে নিজেদের ঠিক মেলে ধরতে পারেনি ফ্রান্স। বিশ্বকাপ বাছাইয়ে গত সোমবার রাতে স্বাগতিক আইসল্যান্ড ২-২ গোলে রুখে দিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ফলে টানা তিন ম্যাচ জয়ের পর চতুর্থ ম্যাচে এসে থেমে গেল দিদিয়ের দেশমের ফ্রান্সের জয়রথ।

বিজ্ঞাপন

ম্যাচে অবশ্য হারের শঙ্কাই পেয়ে বসেছিল ফ্রান্সকে। আইসল্যান্ডের লাউগারডালসভোলুর মাঠে ৩৯ মিনিটে পিছিয়ে পড়েছিল ফরাসিরা। এমনকি ভিক্টোর পালসনের গোলে ৬২ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল স্বাগতিকরা। ৬৩ মিনিটে এসে ক্রিস্টোফার এনকঙ্কুর গোলে সমতায় ফেরে ফ্রান্স। পাঁচ মিনিট বাদে ফ্রান্সকে লিড এনে দেন জাঁ-ফিলিপে মাতেতা। তবে লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই মিনিট পরই আইসল্যান্ডকে সমতা এনে দেন ক্রিস্টিয়ান হ্লিনসন।

এ নিয়ে ৪ ম্যাচ খেলে ১০ পয়েন্টের পুঁজি নিয়ে ‘ডি’ গ্রুপে সবার ওপরে রয়েছে ফরাসিরা। অন্য ম্যাচে আজারবাইজানকে ২-১ গোলে হারিয়ে ইউক্রেন ৭ পয়েন্টের সংগ্রহ নিয়ে রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। ফ্রান্সের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ হতে পারে ১৩ নভেম্বর রাতে। ফ্রান্স-ইউক্রেন ম্যাচের মধ্য দিয়ে।

আরেক ম্যাচে ঘাম ঝরিয়েই জিততে হয়েছে জার্মানিকে। উত্তর আয়ারল্যান্ডের মাঠে ১-০ গোলে জয় পেয়েছে চারবারের বিশ্ব শিরোপাধারীরা। ম্যাচের ৩১ মিনিটে জার্মানির জার্সি গায়ে নিক ভল্টেমেড একমাত্র জয়সূচক গোলটি উপহার দেন। আর ‘জে’ গ্রুপের ম্যাচে স্বাগতিক ওয়েলসকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে বেলজিয়াম। এ জয়ে বিশ্বকাপ হাত ছোঁয়া দূরে রয়েছে বেলজিয়ানরা। কিন্তু বিশ্ব মঞ্চ থেকে ছিটকে পড়ার আশঙ্কায় রয়েছে ওয়েলস।

একনজরে

আইসল্যান্ড ২-২ ফ্রান্স

উত্তর আয়ারল্যান্ড ০-১ জার্মানি

ওয়েলস ২-৪ বেলজিয়াম

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত