জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে মাদারীপুর-বরিশাল চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১৭: ২৪

‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের জোনাল পর্ব শেষ হয়েছে ধানসিঁড়ি জোনের খেলা দিয়ে। গোপালগঞ্জে বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমিতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মাদারীপুর জেলা, অন্যদিকে নারী বিভাগে শিরোপা জিতেছে বরিশাল জেলা।

পুরুষ বিভাগের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে মাদারীপুর এবং বরিশাল। টানটান উত্তেজনার ম্যাচে অভিজ্ঞতার ছাপ রেখে মাদারীপুর ৩৯-৩১ পয়েন্টের ব্যবধানে বরিশালকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। এর আগে সেমিফাইনালের পথও ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথম সেমিফাইনালে বরিশাল ৩৭-৩২ পয়েন্টে হারায় ঝালকাঠিকে। দ্বিতীয় সেমিফাইনালে মাদারীপুর দাপুটে পারফরম্যান্সে ৫৬-৩৯ পয়েন্টের ব্যবধানে বাগেরহাটকে পরাজিত করে ফাইনালে ওঠে।

বিজ্ঞাপন

অন্যদিকে, নারী বিভাগের ফাইনালে মুখোমুখি হয়েছিল বরিশাল এবং মাদারীপুর। এই ম্যাচে মাদারীপুরকে কোনো সুযোগ না দিয়ে বরিশালের মেয়েরা ৩০-১৮ পয়েন্টের ব্যবধানে সহজে জয় তুলে নেয় এবং চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদুর রহমান চুন্নু উপস্থিত ছিলেন।

ধানসিঁড়ি জোনের মধ্য দিয়ে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের জোনাল পর্যায়ের খেলা সমাপ্ত হলো। এখন প্রতিটি জোন থেকে বিজয়ী দলগুলো পরবর্তী ধাপ আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। সেখান থেকে চারটি সেমিফাইনালিস্ট দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবে।

বিষয়:

কাবাডি

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত