আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চ্যাম্পিয়নস লিগ

হালান্ডের কীর্তিতে ম্যানসিটির জয়

স্পোর্টস ডেস্ক
হালান্ডের কীর্তিতে ম্যানসিটির জয়

ম্যানচেস্টার সিটি ছাড়ার পর এই প্রথম ইতিহাদ স্টেডিয়ামে ফিরলেন কেভিন ডি ব্রুইনে। তবে কৌশলগত কারণে ম্যাচের ২৬ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নিলে অস্বস্তিতে পড়ে যান। ম্যাচ শেষে ডি ব্রুইনে পড়ে যান আরো বড় অস্বস্তিতে। কোচ অ্যান্তোনিও কন্তের নাপোলি হজম করেছে হারের তেতো স্বাদ। নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগে আর্লিং হালান্ড ও জেরেমি ডকুর গোলে পেপ গার্দিওলার সিটি জিতল ২-০ ব্যবধানে। দুরন্ত এ জয়ের ম্যাচে অসাধারণ এক রেকর্ডও গড়েছেন হালান্ড।

লড়াইয়ের ৫৬ মিনিটে হালান্ডের গোলে সহায়তা করেন মাঝমাঠের তারকা ফিল ফোডেন। বল তুলে সামনে বাড়িয়ে দেন ফোডেন। তার লবে মাথা ছুঁয়ে কাঁপিয়ে দেন জালে। এতে চ্যাম্পিয়নস লিগে নিজের ৫০ গোলের মাইলফলকে পৌঁছেন যান হালান্ড। এটা আবার এই টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম ফিফটি গোলের রেকর্ড। ৪৯ ম্যাচে হাফসেঞ্চুরি পেয়ে হালান্ড টপকে গেছেন রুড ফন নিস্তলরয়কে। এই মাইলফলকে পৌঁছতে এ ডাচ কিংবদন্তি খেলেছেন ৬২ ম্যাচ।

বিজ্ঞাপন

আর জেরেমি ডকু উপহার দেন চোখ ধাঁধানো এক গোল। ম্যাচের ৬৫ মিনিটে বক্সের ভেতরে ঢুকে গোল করেন। নাপোলির তিন ফুটবলার চেষ্টা করেও তাকে রুখতে পারেননি। সিটির এই দুই গোলে এগিয়ে যাওয়ার নেপথ্যে একটি কাহিনীও আছে।


লড়াইয়ের ২১ মিনিটে বক্সে হালান্ডকে বাজেভাবে ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রাইট ব্যাক জিওভান্নি ডি লরেঞ্জো। অধিনায়ক মাঠ ছাড়ায় নাপোলির শক্তি কমে যায়। এই সুযোগে ১০ জনের দল হয়ে পড়া ইতালিয়ান ক্লাবটির ওপর রীতিমতো আক্রমণের ঝড় বইয়ে দেয় সিটি।

অন্যদিকে ক্লাব ব্রুগ ৪-১ হারিয়েছে মোনাকোকে। নিজেদের মাঠে ১১ মিনিটের মধ্যে তিন গোলের দেখা পেয়ে যায় ব্রুগ। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে তাতে যোগ হয় আরো একটি গোল। তাতে মোনাকো ছিটকে গেছে লড়াই থেকে। ইনজুরি টাইমে আনসু ফাতি তাদের এনে দেন সান্ত্বনার একমাত্র গোল।


একনজরে ফল

ম্যানসিটি ২-০ নাপোলি
ক্লাব ব্রুগ ৪-১ মোনাকো

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন