স্পোর্টস ডেস্ক
স্পেনে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জতা। এমন হৃদয়বিদারক খবরই দিয়েছে পর্তুগিজ সংবাদমাধ্যম। নিজের ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন ২৮ বছর বয়সী এ ফুটবলার। হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি রাস্তা থেকে ছিটকে যায়। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে স্পেনের জামোরা প্রদেশে।
জতার মৃত্যুতে শোক জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিই)। বিবৃতিতে তাদের ভাষ্য, ‘পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং পর্তুগিজ ফুটবল–সংশ্লিষ্ট সবাই পুরোপুরি বিধ্বস্ত। অসাধারণ খেলোয়াড়ের চেয়েও বেশি কিছু প্রায় ৫০টির কাছাকাছি আন্তর্জাতিক ম্যাচ খেলা দিয়োগো জতা ছিলেন দারুণ এক মানুষ। সতীর্থ ও প্রতিপক্ষের সম্মান পেয়েছেন। আমরা দুজন চ্যাম্পিয়নকে হারিয়েছি। তাদের লিগ্যাসির সম্মানে আমরা যা যা করার দরকার, সবই করব।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা লিভারপুলের শোকবার্তায় বলা হয়, ‘দিয়োগো জতার মর্মান্তিক চলে যাওয়ায় লিভারপুল ফুটবল ক্লাব শোকে ভেঙে পড়েছে।’ পর্তুগিজ ক্লাব পোর্তো থেকেই উঠে এসেছেন জতা ও তার ভাই। তাদের শোকবার্তায় বলা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার পরিবারের প্রতি হৃদয় নিংড়ানো শোক জানাচ্ছি।’
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ফায়ার সার্ভিসের কর্মীদের বরাত দিয়ে জেতার মৃত্যুর খবর দিয়েছে স্পেনের রাস্ট্রায়াত্ত টিভি চ্যানেল। সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন জতা। মাত্র সপ্তাহ দুয়েক না কাটতেই অন্যলোকে চলে গেলেন তিনি। দুই মাস আগে লিভারপুলের জার্সিতে জেতেন ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। এক মাস আগে প্রিয় জন্মভূমি পর্তুগালকে উপহার দেন নেশন্স লিগ ট্রফি। জতার ভাই খেলতেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে।
২০১৪ সালে পর্তুগালের ক্লাব পাকোস দে ফেরেইরায় পেশাদার ক্যারিয়ার শুরু করেন জতা। দুই বছর পর লা লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন এই ফুটবলার। এরপর ২০১৮ সালে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনে যোগ দিয়ে দুই বছর কাটিয়ে যোগ দেন লিভারপুলে। মৃত্যুর আগ পর্যন্ত ইংলিশ ক্লাবটিতেই ছিলেন এই ফুটবলার।
লিভারপুলের হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি ২০২১-২২ মৌসুমে এফএ কাপও জিতেছিলেন জতা। পর্তুগালের হয়ে নেশনস লিগ জিতেছেন দুবার। ২০১৯ সালের জুনে এবং চলতি বছর। লিভারপুলের হয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল করেছেন জতা। পর্তুগালের জার্সিতে তার অভিষেক ২০১৯ সালে। জাতীয় দলের জার্সিতে ৪৯ ম্যাচে তার গোল ১৪টি।
এদিকে, জতা ও সিলভার মৃত্যুতে শোক জানাতে আজ মেয়েদের ইউরোয় পর্তুগাল-স্পেন ম্যাচে এক মিনিট নীরবতা পালনের জন্য উয়েফাকে অনুরোধ করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।
স্পেনে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জতা। এমন হৃদয়বিদারক খবরই দিয়েছে পর্তুগিজ সংবাদমাধ্যম। নিজের ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন ২৮ বছর বয়সী এ ফুটবলার। হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি রাস্তা থেকে ছিটকে যায়। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে স্পেনের জামোরা প্রদেশে।
জতার মৃত্যুতে শোক জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিই)। বিবৃতিতে তাদের ভাষ্য, ‘পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং পর্তুগিজ ফুটবল–সংশ্লিষ্ট সবাই পুরোপুরি বিধ্বস্ত। অসাধারণ খেলোয়াড়ের চেয়েও বেশি কিছু প্রায় ৫০টির কাছাকাছি আন্তর্জাতিক ম্যাচ খেলা দিয়োগো জতা ছিলেন দারুণ এক মানুষ। সতীর্থ ও প্রতিপক্ষের সম্মান পেয়েছেন। আমরা দুজন চ্যাম্পিয়নকে হারিয়েছি। তাদের লিগ্যাসির সম্মানে আমরা যা যা করার দরকার, সবই করব।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা লিভারপুলের শোকবার্তায় বলা হয়, ‘দিয়োগো জতার মর্মান্তিক চলে যাওয়ায় লিভারপুল ফুটবল ক্লাব শোকে ভেঙে পড়েছে।’ পর্তুগিজ ক্লাব পোর্তো থেকেই উঠে এসেছেন জতা ও তার ভাই। তাদের শোকবার্তায় বলা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার পরিবারের প্রতি হৃদয় নিংড়ানো শোক জানাচ্ছি।’
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ফায়ার সার্ভিসের কর্মীদের বরাত দিয়ে জেতার মৃত্যুর খবর দিয়েছে স্পেনের রাস্ট্রায়াত্ত টিভি চ্যানেল। সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন জতা। মাত্র সপ্তাহ দুয়েক না কাটতেই অন্যলোকে চলে গেলেন তিনি। দুই মাস আগে লিভারপুলের জার্সিতে জেতেন ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। এক মাস আগে প্রিয় জন্মভূমি পর্তুগালকে উপহার দেন নেশন্স লিগ ট্রফি। জতার ভাই খেলতেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে।
২০১৪ সালে পর্তুগালের ক্লাব পাকোস দে ফেরেইরায় পেশাদার ক্যারিয়ার শুরু করেন জতা। দুই বছর পর লা লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন এই ফুটবলার। এরপর ২০১৮ সালে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনে যোগ দিয়ে দুই বছর কাটিয়ে যোগ দেন লিভারপুলে। মৃত্যুর আগ পর্যন্ত ইংলিশ ক্লাবটিতেই ছিলেন এই ফুটবলার।
লিভারপুলের হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি ২০২১-২২ মৌসুমে এফএ কাপও জিতেছিলেন জতা। পর্তুগালের হয়ে নেশনস লিগ জিতেছেন দুবার। ২০১৯ সালের জুনে এবং চলতি বছর। লিভারপুলের হয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল করেছেন জতা। পর্তুগালের জার্সিতে তার অভিষেক ২০১৯ সালে। জাতীয় দলের জার্সিতে ৪৯ ম্যাচে তার গোল ১৪টি।
এদিকে, জতা ও সিলভার মৃত্যুতে শোক জানাতে আজ মেয়েদের ইউরোয় পর্তুগাল-স্পেন ম্যাচে এক মিনিট নীরবতা পালনের জন্য উয়েফাকে অনুরোধ করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে