
১২ ম্যাচে ৯ হার
তবুও জেরার্ড বলছেন, সঙ্কটে নেই লিভারপুল
লিভারপুলের শুরুটা ছিল দারুণ। জয়রথে যেন ছুটে চলেছিল দ্য রেড শিবির। কিন্তু জয়ের সেই ছন্দটা হারিয়ে এখন অনুজ্জ্বল হয়ে পড়েছে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। যেন হারের দুষ্টুচক্রে আটকে পড়েছে লিভারপুল। কিছুতেই যেন হারের খোলস থেকে বেরোতে পারছে না কোচ আর্নে স্লটের শিষ্যরা।























