চ্যাম্পিয়নস লিগ

জয়ে ফেরার মিশনে লিভারপুল-চেলসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২: ০০

ফের মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগের লড়াই। ইংলিশ জায়ান্ট লিভারপুল যাচ্ছে তুরস্ক সফরে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর টুর্নামেন্টের আজকের ম্যাচে দ্য রেড শিবিরের প্রতিপক্ষ তুর্কি ক্লাব গ্যালাতাসারে।

বিজ্ঞাপন

চেলসি নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে মুখোমুখি হবে বেনফিকার। আর টটেনহাম হটস্পার খেলবে বোদো/গ্লিমটের বিপক্ষে। ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের মাঠে আতিথ্য নেবে স্লাভিয়া প্রাহা। আর অ্যাটলেটিকো মাদ্রিদ লড়াই করবে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। সবগুলো ম্যাচই শুরু হবে রাত ১টায়।


এ ম্যাচটি আর্নে স্লটের শিষ্যদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ইংলিশ প্রিমিয়ার লিগে গত শনিবার ক্রিস্টাল প্যালেসের মাঠে ২-১ হেরেছে লিভারপুল। এ ম্যাচটি দ্য রেড শিবিরের জন্য জয়ে ফেলার মিশন। বলতে গেলে মৌসুম সবে শুরু। তাই মৌসুম জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে এগিয়ে যেতে এ ম্যাচে জয়টা খুব দরকার। তাতে ভেঙে যাওয়া মনোবলটা ঝালাই করে নিতে পারবে অ্যানফিল্ড শিবির।


ক্রিস্টাল প্যালেসের এ হারটা লিভারপুলের জন্য বেশ উদ্বেগজনক। কেননা প্রতিপক্ষ গোলের সুবর্ণ সাতটি সুযোগ পেয়েছিল। সেগুলো কাজে লাগাতে পারলে প্রথমার্ধেই তিন-চার গোলে পিছিয়ে পড়তে পারত মোহাম্মদ সালাহরা। এ কারণে ম্যাচে আক্রমণ ও রক্ষণÑদুটি বিভাগেই শক্তি বাড়াতে হবে লিভারপুলকে। আনতে হবে পারফরম্যান্সের উন্নতি।


২০২৫-২৬ মৌসুমের শুরুতে এসে লিভারপুলের ডিফেন্সে দুর্বলতা চোখে পড়ছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে চার ম্যাচেই হজম করে দুটি করে গোল। ক্লিনশিট রাখতে পেরেছে মাত্র দুটি ম্যাচে। আর্নে স্লটের শিষ্যরা শেষ তিন ম্যাচে গোলের দেখা পেয়েছে। আট ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচেই কমপক্ষে দুটি করে গোল করেছে তারা। জয়ে ফিরতে আজ রাতেও তাদের গোল করতে হবে।


তবে ছেড়ে কথা বলবে না লিভারপুলের প্রতিপক্ষ গ্যালাতাসারে। এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে ৫-১ গোলে ধসে গিয়েছিল তুরস্কের ক্লাবটি। এ ম্যাচে জয়ে ফেরার চেষ্টা করবে তারা। সেটা সম্ভব না হলেও অন্তত লিভারপুলকে রুখে দেওয়ার চেষ্টা করবে গ্যালাতাসারে।


ইংলিশ প্রিমিয়ার লিগে অঘটনের শিকার হয়েছে চেলসিও। ইংলিশ লিগে দ্য ব্লুজ শিবির ৩-১ গোলে হার মানে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে। আজ জয়ের পথে ফিরতে চায় কোচ এনজো মারেস্কার দল চেলসি। তাদের প্রতিপক্ষ স্পেশাল ওয়ান কোচ হোসে মরিনহোর বেনফিকা।

পুরোনো ক্লাব চেলসির সঙ্গে পুনর্মিলনটা এ ম্যাচেই হতে যাচ্ছে এ পর্তুগিজ কোচের। অন্যদিকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সঙ্গে ১-১ গোলে ড্র করা টটেনহাম হটস্পারও জয়ের ছন্দে ফেরার ট্র্যাকটা খুঁজবে আরেক ম্যাচে।

মুখোমুখি

গ্যালাতাসারে-লিভারপুল
বোদো/গ্লিমট-টটেনহাম হটস্পার

ইন্টার মিলান-স্লাভিয়া প্রাগ
চেলসি-বেনফিকা
অ্যাটলেটিকো মাদ্রিদ-ফ্রাঙ্কফুর্ট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত