অঘটন তো একেই বলে! নটিংহ্যাম ফরেস্টের কাছে হার বলে কথা। এমন দলের কাছে লিভারপুলের হার। তা আবার নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে। ব্যবধানটা ৩-০ গোলের। এমন বাজে হার তো অঘটনের চেয়ে বেশি কিছু। আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে বিধ্বস্ত হওয়ার কষ্টটা ভুলতে চেয়েছিল কোচ আর্নে স্লটের শিষ্যরা। তবে তেমন কিছু তো বাস্তবে হয়নি। উল্টো হারের তেতো স্বাদ হজম করল দ্য রেড শিবির।
অন্যদিকে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ফেরান তোরেসের জোড়া গোলে বার্সেলোনা ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে দশজনের অ্যাথলেটিক বিলবাওকে। ফেরান তোরেসের দুই গোলেই অ্যাসিস্ট করেন লামিনে ইয়ামাল। কাতালানদের হয়ে বাকি দুই গোল করেন রবার্ট লেওয়ানডোভস্কি ও ফেরমিন লোপেজ। এ জয়ে স্প্যানিশ লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা। ২০২৩ সালের মে'র পর এই প্রথম ন্যু ক্যাম্পে খেললো বার্সা।
তবে ইংলিশ লিগের অন্য ম্যাচে জয় পেয়েছে চেলসি। দুরন্ত পারফরম্যান্সে স্বাগতিক বার্নলিকে ২-০ গোলে হারিয়েছে দ্য ব্লুজ শিবির। ম্যাচের ৩৭ মিনিটে অতিথি স্টামফোর্ড ব্রিজ শিবিরকে এগিয়ে দেন পেদ্রো নেতো। টার্ফ মুরে ম্যাচ শেষের বাঁশি বাজার দুই মিনিট আগে সফরকারীদের হয়ে গোল ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফার্নান্দেজ। এ জয়ে ২৪ ঘণ্টার জন্য হলেও ম্যানচেস্টার সিটিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে গেছে কোচ এনজো মারেস্কার শিষ্যরা।
বুন্দেসলিগায় ঘুরে দাঁড়িয়ে গোল উৎসব করেছে বায়ার্ন মিউনিখ। জার্মান জায়ান্ট ক্লাবটি গোল বন্যার ম্যাচে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রেইবুর্গকে। অথচ ম্যাচের ১৭ মিনিটের মধ্যে ইউইতো সুজুকি ও জোহান মানজামবির গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল জার্মান চ্যাম্পিয়নরা। জার্মান লিগে এ নিয়ে ১১ ম্যাচ খেলে দশটিতেই জয় পেল বায়ার্ন। আর লিগে গত মার্চ থেকে অপরাজিত রয়ে গেছে দলটি।
নিজেদের মাঠে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বাভারিয়ানদের হয়ে গোল দুটি করেন মাইকেল অলিসে। শুধু নিজে গোল করেননি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো তিনটি গোল। আর তার সঙ্গে একটি করে গোল করেন লেনার্ট কার্ল, দায়ত উপামেকানো, হ্যারি কেইন ও নিকোলাস জ্যাকসন।

