
ইউরোপিয়ান ফুটবল
নটিংহ্যামের কাছে হারল লিভারপুল, ন্যু ক্যাম্পে ফিরেই জিতল বার্সা
অঘটন তো একেই বলে! নটিংহ্যাম ফরেস্টের কাছে হার বলে কথা। এমন দলের কাছে লিভারপুলের হার। তা আবার নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে। ব্যবধানটা ৩-০ গোলের। এমন বাজে হার তো অঘটনের চেয়ে বেশি কিছু। আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে বিধ্বস্ত হওয়ার কষ্টটা ভুলতে চেয়েছিল কোচ আর্নে স্লটের শিষ্যরা।

