আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইংলিশ লিগ কাপ

আর্সেনালকে বিদায় করে ফাইনালে নিউক্যাসল

স্পোর্টস ডেস্ক
আর্সেনালকে বিদায় করে ফাইনালে নিউক্যাসল

ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। এর আগে প্রথম লেগেও সমান ব্যবধানে জেতে তারা। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে এগিয়ে থেকে ফাইনালে পা রেখেছে নিউক্যাসল।

বিজ্ঞাপন

সেন্ট জেমস পার্কে দুই অর্ধে একটি করে গোল করে নিউক্যাসল। ১৯ মিনিটে জ্যাকব মার্ফির কল্যাণে এগিয়ে যায় স্বাগতিকরা। ৫২ মিনিটে দলের হয়ে দ্বিতীয় তথা শেষ গোল করেন অ্যান্থনি গর্ডন। হারলেও এদিন বল দখলে এগিয়ে ছিল আর্সেনাল। আক্রমণেও খারাপ করেনি। যদিও আসল কাজ সেই গোলের দেখাই পায়নি সফরকারী দল।

এক মৌসুম পর ফের লিগ কাপের ফাইনালে উঠল নিউক্যাসল। এর আগে সবশেষ ২০২২-২৩ মৌসুমের ফাইনালে ইউনাইটেডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। এবার শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের সঙ্গী হবে টটেনহাম কিংবা লিভারপুলের মধ্যে যেকোনো এক দল।

বৃহস্পতিবার দিবাগত রাতে অন্য সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে এই দুই দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন