চ্যাম্পিয়নস লিগ
নিউক্যাসলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছিল বার্সেলোনা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টো পিঠটা দেখে ফেলে কাতালানরা। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসরে হার মেনেছে পিএসজির কাছে। পরের ম্যাচেই স্প্যানিশ লিগে সেভিয়ার কাছে হয়েছে বিধ্বস্ত। টানা দুই হারের পর অবশ্য জয়ের ধারায় ফিরেছে বার্সা।
চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে হারের পর লা লিগায় পরাস্ত হয়েছিল বার্সেলোনা। স্প্যানিশ লিগে বিধ্বস্ত হয়েছিল সেভিয়ার মাঠে। অবশেষে দুই ম্যাচের বিরতি দিয়ে জয়ের ধারায় ফিরল কাতালানরা। নিজেদের মাঠ এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে জিরোনাকে ২-১ গোলে হারিয়েছে কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা।
চোট কাটিয়ে লামিনে ইয়ামাল মাঠে ফেরেন সেপ্টেম্বরের শেষ দিকে। খেলেন রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। ২-১ গোলে জয়ের ম্যাচে খেলেন বদলি হিসেবে। তবে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে স্প্যানিশ তরুণ তুর্কি পিএসজির বিপক্ষে খেলেন পুরো ৯০ মিনিট। তবে এবার ২-১ গোলে হার মানে কাতালান জায়ান্ট ক্লাবটি।