জয়ের ধারায় ফিরল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০১: ০৫

চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে হারের পর লা লিগায় পরাস্ত হয়েছিল বার্সেলোনা। স্প্যানিশ লিগে বিধ্বস্ত হয়েছিল সেভিয়ার মাঠে। অবশেষে দুই ম্যাচের বিরতি দিয়ে জয়ের ধারায় ফিরল কাতালানরা। নিজেদের মাঠ এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে জিরোনাকে ২-১ গোলে হারিয়েছে কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা। এ জয়ে ২৪ ঘণ্টার জন্য হলেও লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বার্সা। রোববার রাতে জিতলে রিয়াল মাদ্রিদ ফের সবার ওপরে উঠে যাবে।

বিজ্ঞাপন

পেদ্রির গোলে ১৩ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। সাত মিনিট বাদে এক্সেল উইটসেলের গোলে সমতায় ফেরে সফরকারী জিরোনা। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে বার্সাকে জয়সূচক গোলটি উপহার দেন রোনাল্ড আরাউজো।

অন্য দিকে বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। আর প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে স্ত্রাসবুর্গের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে পিএসজি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত