আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বার্সেলোনার জয়ের রাতে ম্যানইউ'র হার

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার জয়ের রাতে ম্যানইউ'র হার

লা লিগায় অনায়াস জয় পেয়ে পয়েন্ট ব্যবধানটা ফের বাড়িয়ে নিয়েছে বার্সেলোনা। দশ জনের স্বাগতিক ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা। আর ইংলিশ প্রিমিয়ার লিগে চমক দেখিয়েছে অ্যাস্টন ভিলা। রোববার রাতে ক্লাবটি ২-১ গোলে ধরাশায়ী করেছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।


এই জয়ে লা লিগায় চার পয়েন্টের লিড পুনরুদ্ধার করেছে কাতালানরা। প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ থেকে ফের পরিষ্কার চার পয়েন্টে এগিয়ে গেছে শীর্ষে থাকা বার্সা। ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় অতিথি দলটি। পেনাল্টির সুযোগ নির্ভুল নিশানায় কাজে লাগিয়েছেন রাফিনহা। পেনাল্টি এরিয়াতে ব্রাজিলিয়ান এ তারকাকে ফেলে দিয়েছিলেন সান্তা কোমেসানা। সে সুবাদে পেনাল্টি পায় রিয়াল।

এস্তাদিও দে লা সেরামিকায় ম্যাচের ৩৯ মিনিটে দশ জনের দলে পরিণত হয়ে যায় ভিয়ারিয়াল। সরাসরি লাল কার্ড দেখেন চেলসির সাবেক ইয়াংস্টার রেনাতো ভেলগা। বার্সেলোনার তরুণ তুর্কি লামিনে ইয়ামালকে পেছন থেকে বাজেভাবে ট্যাকল করেছিলেন। এটাই ছিল তার অপরাধ। ম্যাচের বয়স এক ঘণ্টা পূর্ণ হওয়ার তিন মিনিট পর বার্সার জয়ের ব্যবধান বাড়িয়ে দেন লামিনে ইয়ামাল। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে স্প্যানিশ তারকার এটি নবম গোল।

বিজ্ঞাপন

এ জয়ে ১৮ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। সমান ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন