চ্যাম্পিয়নস লিগ
স্পোর্টস ডেস্ক
নিউক্যাসলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছিল বার্সেলোনা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টো পিঠটা দেখে ফেলে কাতালানরা। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসরে হার মেনেছে পিএসজির কাছে। পরের ম্যাচেই স্প্যানিশ লিগে সেভিয়ার কাছে হয়েছে বিধ্বস্ত। টানা দুই হারের পর অবশ্য জয়ের ধারায় ফিরেছে বার্সা। লা লিগায় হারিয়েছে তারা জিরোনাকে। পুরোনো কষ্ট ভুলে এবার চ্যাম্পিয়নস লিগে জয়ের ছন্দে ফেরার পালা কোচ হান্সি ফ্লিকের শিষ্যদের। আজ রাতে মাঠে নামছেন রবার্ট লেভানডোভস্কি-রাফিনহারা। লিগ পর্বে আজ তাদের প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে দুদলের ম্যাচ শুরু হবে রাত ১০টা ৪৫ মিনিটে।
বার্সা এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটি জয় পেয়েছে অন্যটিতে মেনেছে হার। তবে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস এখনো জয়ের দেখাই পায়নি। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে প্রতিপক্ষ পাফোসের বিপক্ষে হোঁচট খেয়েছে। পরে দ্বিতীয় ম্যাচে আর্সেনালের মাঠে হয়েছে ধরাশায়ী। এবারের মৌসুমে প্রথম জয়ে চোখ রেখে বার্সার মুখোমুখি হতে যাচ্ছে অলিম্পিয়াকোস। যেটা গ্রিসের ক্লাবটির জন্য অগ্নি পরীক্ষা রীতিমতো।
অন্যদিকে পিএসজি যাচ্ছে বায়ার লেভারকুসেনের মাঠ সফরে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এখন রয়েছে দুর্দান্ত ফর্মে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে টানা দুই জয় তুলে নিয়েছে কোচ লুইস এনরিকের শিষ্যরা। আটালান্টার পর হারিয়েছে বার্সেলোনাকে। কিন্তু ফরাসি লিগ ওয়ানে সবশেষ দুই ম্যাচে লিল ও স্ত্রাসবুর্গের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে প্যারিসের জায়ান্ট ক্লাবটি। এদিক থেকে জয়ের ফেরার মিশন পিএসজির জন্যও। তবে তাদের প্রতিপক্ষ লেভারকুসেনও কোনো অংশে কম যায় না। দুই ম্যাচ খেলেও জার্মান দলটিও এখনো হারের মুখে দেখেনি। দুটি ম্যাচেই খেয়েছে হোঁচট। ড্র করেছে কোপেনহেগেন আর পিএসভি আইন্দো হোভেনের সঙ্গে।
আর এদিকে আর্সেনাল আতিথ্য দিচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। ভিয়ারিয়ালের মুখোমুখি হতে যাচ্ছে কোপ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।
নিউক্যাসলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছিল বার্সেলোনা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টো পিঠটা দেখে ফেলে কাতালানরা। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসরে হার মেনেছে পিএসজির কাছে। পরের ম্যাচেই স্প্যানিশ লিগে সেভিয়ার কাছে হয়েছে বিধ্বস্ত। টানা দুই হারের পর অবশ্য জয়ের ধারায় ফিরেছে বার্সা। লা লিগায় হারিয়েছে তারা জিরোনাকে। পুরোনো কষ্ট ভুলে এবার চ্যাম্পিয়নস লিগে জয়ের ছন্দে ফেরার পালা কোচ হান্সি ফ্লিকের শিষ্যদের। আজ রাতে মাঠে নামছেন রবার্ট লেভানডোভস্কি-রাফিনহারা। লিগ পর্বে আজ তাদের প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে দুদলের ম্যাচ শুরু হবে রাত ১০টা ৪৫ মিনিটে।
বার্সা এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটি জয় পেয়েছে অন্যটিতে মেনেছে হার। তবে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস এখনো জয়ের দেখাই পায়নি। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে প্রতিপক্ষ পাফোসের বিপক্ষে হোঁচট খেয়েছে। পরে দ্বিতীয় ম্যাচে আর্সেনালের মাঠে হয়েছে ধরাশায়ী। এবারের মৌসুমে প্রথম জয়ে চোখ রেখে বার্সার মুখোমুখি হতে যাচ্ছে অলিম্পিয়াকোস। যেটা গ্রিসের ক্লাবটির জন্য অগ্নি পরীক্ষা রীতিমতো।
অন্যদিকে পিএসজি যাচ্ছে বায়ার লেভারকুসেনের মাঠ সফরে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এখন রয়েছে দুর্দান্ত ফর্মে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে টানা দুই জয় তুলে নিয়েছে কোচ লুইস এনরিকের শিষ্যরা। আটালান্টার পর হারিয়েছে বার্সেলোনাকে। কিন্তু ফরাসি লিগ ওয়ানে সবশেষ দুই ম্যাচে লিল ও স্ত্রাসবুর্গের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে প্যারিসের জায়ান্ট ক্লাবটি। এদিক থেকে জয়ের ফেরার মিশন পিএসজির জন্যও। তবে তাদের প্রতিপক্ষ লেভারকুসেনও কোনো অংশে কম যায় না। দুই ম্যাচ খেলেও জার্মান দলটিও এখনো হারের মুখে দেখেনি। দুটি ম্যাচেই খেয়েছে হোঁচট। ড্র করেছে কোপেনহেগেন আর পিএসভি আইন্দো হোভেনের সঙ্গে।
আর এদিকে আর্সেনাল আতিথ্য দিচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। ভিয়ারিয়ালের মুখোমুখি হতে যাচ্ছে কোপ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।
খেলা ছিল এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে। যেটা কিনা এখন বার্সেলোনার ঘরের মাঠ। আর কাতালানদের প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। ম্যাচ হবে একপেশে।
১ ঘণ্টা আগেলেস্টার যেবার রূপকথার জন্ম দিল, ওই বছরই চতুর্থ টায়ারে নেমে যাওয়ার শঙ্কায় ছিল সুইডেনের ক্লাব মিয়ালবির। ৯ বছর পর রথ চলল উল্টো পথে; লেস্টার ইপিএল থেকে অবনমিত হয়েছে আর মিয়ালবির হাতে উঠল শিরোপা। তাও প্রথমবারের মতো মেজর কোনো শিরোপা।
৪ ঘণ্টা আগেআইসিসি নারী বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য আসরে টিকে থাকার। বাঁচা-মরার ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ২০২ রানে গুটিয়ে দিয়েও শেষের ব্যাটিং বিপর্যয়ে ৭ রানে হারতে হয়েছে বাংলাদেশকে।
৫ ঘণ্টা আগেব্রায়ান লারার ব্যাটিংয়ের ভক্তের অভাব নেই। তার ব্যাক ফুট ড্রাইভ, কাভার ড্রাইভ কিংবা পুল এবং হুক শট যে কারো চোখ জুড়িয়ে দিত। পায়ের কাজটা যেকোনো ব্যাটারের কাছে স্বপ্নের মতো। ক্যারিবিয়ান কিংবদন্তির পায়ের কাজকে ব্যাখ্যা করতে গিয়ে কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে টেনে আনলেন আরেক মহাতারকা শচিন টেন্ডুলকার।
৭ ঘণ্টা আগে