স্পোর্টস ডেস্ক
এবারের মৌসুমে শনিবার পর্যন্ত লা লিগায় একমাত্র অজেয় দল ছিল বার্সেলোনা। কিন্তু রোববার রাতে পাল্টে গেছে তথ্যটা। সেভিয়ার মাঠে নামতেই অপ্রতিরোধ্য কাতালান জায়ান্ট ক্লাবটি হয়ে পড়ল নিষ্প্রভ। স্প্যানিশ লিগে বার্সাকে চলতি মৌসুমে প্রথম হারের তেতো স্বাদ হজম করতে বাধ্য করেছে সেভিয়া। বার্সেলোনা হার মেনেছে খুব বাজেভাবে। গুনে গুনে তাদের জালে চার গোল দিয়েছে সেভিয়া। কিন্তু স্প্যানিশ চ্যাম্পিয়নরা গোল শোধ করেছে মাত্র একটি। কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা বিধ্বস্ত হয়েছে ৪-১ গোলে।
অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। স্বাগতিক ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। সিটির হয়ে একমাত্র জয়সূচক গোলটি উপহার দেন আর্লিং হালান্ড। এ ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরল ইংলিশ জায়ান্ট ক্লাবটি। আগের ম্যাচে চ্যাম্পিয়নস লিগে মোনাকোর সঙ্গে ড্র করেছিল তারা।
রোনাল্ড আরাউহো বার্সেলোনাকে বিপদে ফেলেন ম্যাচের ১৩ মিনিটেই। আইজ্যাক রোমেরোকে পেনাল্টি বক্সে বাজেভাবে ট্যাকল করেন। ভিডিও রিভিউ দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগ পেয়ে নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করেন সাবেক বার্সেলোনা তারকা আলেক্সিস সানচেজ।
রুবেন ভার্গাসের কাছ থেকে বল পেয়ে ৩৭ মিনিটে গোল ব্যবধান ২-০ তে নিয়ে যান রোমেরো। বিরতির আগেই পেদ্রির আড়াআড়ি শটে দুর্দান্ত ভলিতে সেভিয়ার জালে বল জড়ান মার্কাস রাশফোর্ড। লা লিগায় এই প্রথম গোল পেলেন তিনি। ম্যাচের ৯০ মিনিটে হোসে অ্যাঞ্জেল কারমোনা গোল করে বার্সেলোনাকে লড়াই থেকে ছিটকে দেন। ইনজুরি টাইমে আকর অ্যাডামস অতিথিদের 'কফিনে' শেষ পেরেকটি ঠুকে দেন।
এ হারে লা লিগার শীর্ষে উঠার সুযোগ হাতছাড়া করেছে বার্সা। ৮ ম্যাচে ১৯ পয়েন্টের পুঁজি নিয়ে এখন দ্বিতীয় স্থানে কাতালানরা। সমান ম্যাচে ২১ পয়েন্টের সংগ্রহ নিয়ে সবার ওপরে এখন রিয়াল মাদ্রিদ। ২০১৫ সালের পর বার্সেলোনাকে প্রথমবার হারিয়ে সেভিয়া উঠে এসেছে লিগ পয়েন্ট তালিকার চারে। ৮ ম্যাচে তাদের নামের পাশে যোগ হয়েছে ১৩ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল আছে তিন নম্বরে।
এবারের মৌসুমে শনিবার পর্যন্ত লা লিগায় একমাত্র অজেয় দল ছিল বার্সেলোনা। কিন্তু রোববার রাতে পাল্টে গেছে তথ্যটা। সেভিয়ার মাঠে নামতেই অপ্রতিরোধ্য কাতালান জায়ান্ট ক্লাবটি হয়ে পড়ল নিষ্প্রভ। স্প্যানিশ লিগে বার্সাকে চলতি মৌসুমে প্রথম হারের তেতো স্বাদ হজম করতে বাধ্য করেছে সেভিয়া। বার্সেলোনা হার মেনেছে খুব বাজেভাবে। গুনে গুনে তাদের জালে চার গোল দিয়েছে সেভিয়া। কিন্তু স্প্যানিশ চ্যাম্পিয়নরা গোল শোধ করেছে মাত্র একটি। কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা বিধ্বস্ত হয়েছে ৪-১ গোলে।
অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। স্বাগতিক ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। সিটির হয়ে একমাত্র জয়সূচক গোলটি উপহার দেন আর্লিং হালান্ড। এ ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরল ইংলিশ জায়ান্ট ক্লাবটি। আগের ম্যাচে চ্যাম্পিয়নস লিগে মোনাকোর সঙ্গে ড্র করেছিল তারা।
রোনাল্ড আরাউহো বার্সেলোনাকে বিপদে ফেলেন ম্যাচের ১৩ মিনিটেই। আইজ্যাক রোমেরোকে পেনাল্টি বক্সে বাজেভাবে ট্যাকল করেন। ভিডিও রিভিউ দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগ পেয়ে নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করেন সাবেক বার্সেলোনা তারকা আলেক্সিস সানচেজ।
রুবেন ভার্গাসের কাছ থেকে বল পেয়ে ৩৭ মিনিটে গোল ব্যবধান ২-০ তে নিয়ে যান রোমেরো। বিরতির আগেই পেদ্রির আড়াআড়ি শটে দুর্দান্ত ভলিতে সেভিয়ার জালে বল জড়ান মার্কাস রাশফোর্ড। লা লিগায় এই প্রথম গোল পেলেন তিনি। ম্যাচের ৯০ মিনিটে হোসে অ্যাঞ্জেল কারমোনা গোল করে বার্সেলোনাকে লড়াই থেকে ছিটকে দেন। ইনজুরি টাইমে আকর অ্যাডামস অতিথিদের 'কফিনে' শেষ পেরেকটি ঠুকে দেন।
এ হারে লা লিগার শীর্ষে উঠার সুযোগ হাতছাড়া করেছে বার্সা। ৮ ম্যাচে ১৯ পয়েন্টের পুঁজি নিয়ে এখন দ্বিতীয় স্থানে কাতালানরা। সমান ম্যাচে ২১ পয়েন্টের সংগ্রহ নিয়ে সবার ওপরে এখন রিয়াল মাদ্রিদ। ২০১৫ সালের পর বার্সেলোনাকে প্রথমবার হারিয়ে সেভিয়া উঠে এসেছে লিগ পয়েন্ট তালিকার চারে। ৮ ম্যাচে তাদের নামের পাশে যোগ হয়েছে ১৩ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল আছে তিন নম্বরে।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৭ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৮ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১১ ঘণ্টা আগে