বার্সেলোনা পিছিয়ে পড়েছিল ম্যাচের শুরুতেই। ষষ্ঠ মিনিটেই গোল হজম করে বসেছিল কাতালানরা। তবে ফেরান তোরেসের হ্যাটট্রিকে প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখেছে কোচ হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। শনিবার রাতে লা লিগার ম্যাচে রিয়াল বেটিসের মাঠে ৫-৩ গোলে জিতেছে বার্সা। দারুণ এ জয়ে চার পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান আরো শক্ত করল দলটি।
অন্যদিকে ফরাসি লিগ ওয়ানে গোল উৎসব করেছে পিএসজিও। নিজেদের মাঠ পার্ক দেস প্রিসেন্সে ৫-০ গোলে ধসিয়ে দিয়েছে রেঁনেকে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে ছয় গোলের থ্রিলার ম্যাচে লিডস ইউনাইটেডের মাঠে ৩-৩ গোলে হোঁচট খায় লিভারপুল।
অ্যান্তোনির গোলে পিছিয়ে পড়ার পাঁচ মিনিটের মধ্যে বার্সাকে সমতাসূচক গোল এনে দেন তোরেস। দুই মিনিট না যেতেই দলকে আরো একটি গোল এনে দেন তোরেস। কাতালানদের হয়ে রুনি বার্দগি প্রথম গোলে জালের সন্ধান পাওয়ার পর হ্যাটট্রিক পূর্ণ করেন তোরেস। বিরতির পর পেনাল্টি থেকে ব্যবধান বাড়িয়ে দেন লামিনে ইয়ামাল। তবে ম্যাচের শেষদিকে দুই গোল শোধ করেন বেতিসের দিয়েগো ইয়োরেন্তে ও কুচো হার্নান্দেস।

