এল ক্লাসিকো

স্পোর্টস ডেস্ক

ফুটবল উন্মাদনা আর উত্তেজনা বাড়িয়ে দিতে দোরগোড়ায় হাজির এল ক্লাসিকো। মৌসুমের প্রথম ক্লাসিকোতে মুখোমুখি হওয়ার আগে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনায় চলছে শেষ সময়ের প্রস্তুতি। প্রতিপক্ষের রণকৌশল নস্যাৎ করতে ছক এঁকে যাচ্ছে স্পেনে দুই জায়ান্ট টিম। রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের দুই সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেকে রুখতে পরিকল্পনা করেছে কাতালানরা। এমনটাই দাবি করেছে বার্সার সহকারী কোচ মার্কুস জর্গের।
সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রোববার রাতে মুখোমুখি হবে দুই চিরশত্রু। গত মৌসুমের চার ক্লাসিকোর সবগুলোতেই উৎসব করেছে বার্সেলোনা। এবারও সেই ছন্দটা ধরে রাখতে দারুণ আত্মবিশ্বাসী তারা। দুই জায়ান্টের মহারণে জয়ের ছন্দটা ধরে রাখার দৃঢ় প্রত্যয়ের কথা জানান কোচ জর্গ, ‘আমরা ম্যাচ ভালোভাবে পর্যালোচনা করেছি। হারলে তা থেকে আপনি শিখতে পারবেন। এখন আমাদের হাতে সমাধান আছে। খেলোয়াড়রা এখন বল হারায় না বললেই চলে।’
তারকা ফরোয়ার্ড এমবাপ্পে দুর্দান্ত খেলে যাচ্ছেন এবারের মৌসুমে। ভিনিকে চলতি মৌসুমে খানিকটা অনুজ্জ্বল হয়ে পড়েছেন। তবে যেকোনো সময় ম্যাচে ব্যবধান গড়ে দিতে পারেন। এটা খুব ভালো করেই জানা আছে জর্গের। তবে দলের খেলোয়াড়রা তাদের দুজনের আক্রমণ সামলাতে পারবে, এমনটাই বিশ্বাস করেন এ জার্মান কোচ, ‘আমরা সব সময় প্রতিপক্ষ নিয়ে কথা বলি। এভাবেই আমরা কাজ করি। খেলোয়াড়রা প্রস্তুত থাকবে, বিশেষ করে ভিনিসিয়াস ও এমবাপ্পের জন্য।’
এল ক্লাসিকোতে জিততে চান বার্সা মিডফিল্ডার পেদ্রি, ‘কোনো দল কেমন ছন্দে থেকে ক্লাসিকোয় খেলতে নামে, সেটা গুরুত্বপূর্ণ নয়। আগে কে কী করেছে, মাঠে সেটার প্রভাব সামান্যই থাকে। গত মৌসুমে আমরা দুর্দান্ত খেলেছি। আমাদের আবার সেই পর্যায়ে ফিরতে হবে। উন্নতির সুযোগ সব সময়ই থাকে। তবে আমাদের এটাও মনে রাখা উচিত যে, গত বছর আমরা সব ক্লাসিকোয় জিতেছিলাম। আশা করি, এবারও সেই ধারা ধরে রাখতে পারব আমরা।’

ফুটবল উন্মাদনা আর উত্তেজনা বাড়িয়ে দিতে দোরগোড়ায় হাজির এল ক্লাসিকো। মৌসুমের প্রথম ক্লাসিকোতে মুখোমুখি হওয়ার আগে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনায় চলছে শেষ সময়ের প্রস্তুতি। প্রতিপক্ষের রণকৌশল নস্যাৎ করতে ছক এঁকে যাচ্ছে স্পেনে দুই জায়ান্ট টিম। রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের দুই সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেকে রুখতে পরিকল্পনা করেছে কাতালানরা। এমনটাই দাবি করেছে বার্সার সহকারী কোচ মার্কুস জর্গের।
সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রোববার রাতে মুখোমুখি হবে দুই চিরশত্রু। গত মৌসুমের চার ক্লাসিকোর সবগুলোতেই উৎসব করেছে বার্সেলোনা। এবারও সেই ছন্দটা ধরে রাখতে দারুণ আত্মবিশ্বাসী তারা। দুই জায়ান্টের মহারণে জয়ের ছন্দটা ধরে রাখার দৃঢ় প্রত্যয়ের কথা জানান কোচ জর্গ, ‘আমরা ম্যাচ ভালোভাবে পর্যালোচনা করেছি। হারলে তা থেকে আপনি শিখতে পারবেন। এখন আমাদের হাতে সমাধান আছে। খেলোয়াড়রা এখন বল হারায় না বললেই চলে।’
তারকা ফরোয়ার্ড এমবাপ্পে দুর্দান্ত খেলে যাচ্ছেন এবারের মৌসুমে। ভিনিকে চলতি মৌসুমে খানিকটা অনুজ্জ্বল হয়ে পড়েছেন। তবে যেকোনো সময় ম্যাচে ব্যবধান গড়ে দিতে পারেন। এটা খুব ভালো করেই জানা আছে জর্গের। তবে দলের খেলোয়াড়রা তাদের দুজনের আক্রমণ সামলাতে পারবে, এমনটাই বিশ্বাস করেন এ জার্মান কোচ, ‘আমরা সব সময় প্রতিপক্ষ নিয়ে কথা বলি। এভাবেই আমরা কাজ করি। খেলোয়াড়রা প্রস্তুত থাকবে, বিশেষ করে ভিনিসিয়াস ও এমবাপ্পের জন্য।’
এল ক্লাসিকোতে জিততে চান বার্সা মিডফিল্ডার পেদ্রি, ‘কোনো দল কেমন ছন্দে থেকে ক্লাসিকোয় খেলতে নামে, সেটা গুরুত্বপূর্ণ নয়। আগে কে কী করেছে, মাঠে সেটার প্রভাব সামান্যই থাকে। গত মৌসুমে আমরা দুর্দান্ত খেলেছি। আমাদের আবার সেই পর্যায়ে ফিরতে হবে। উন্নতির সুযোগ সব সময়ই থাকে। তবে আমাদের এটাও মনে রাখা উচিত যে, গত বছর আমরা সব ক্লাসিকোয় জিতেছিলাম। আশা করি, এবারও সেই ধারা ধরে রাখতে পারব আমরা।’

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের লড়াই মানেই অন্যরকম উন্মাদনা। দুই স্প্যানিশ জায়ান্টের এই লড়াই স্বীকৃত ‘এল ক্লাসিকো’ নামে। যেকোনো প্রতিযোগিতায় স্প্যানিশ লিগের দুই শীর্ষ ক্লাব মুখোমুখি মানেই সমর্থকদের নির্ঘুম রাত আর উন্মাদনার পারদ তুঙ্গে ওঠা। ২০২৫-২৬ মৌসুমের প্রথম এল ক্লাসিকোর সেই রাত আজ।
১৩ মিনিট আগে
বিদায় নিশ্চিত হয়েছে আগেই। তাই আজ নিয়ম রক্ষার ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। নারী ক্রিকেট বিশ্বকাপে দেশের মেয়েদের আজ প্রতিপক্ষ ভারত। ড. ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে দুদলের ম্যাচ মাঠে গড়াবে বেলা ৩টা ৩০ মিনিটে।
১ ঘণ্টা আগে
তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের বর্তমান নির্বাহী কমিটির এক বছর পূর্তি আজ। এই বিশেষ দিনে হতে যাচ্ছে বাফুফের কার্যনির্বাহী কমিটির পঞ্চম সভা। এ সভায় উঠছে বাফুফের গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি। তাবিথ আউয়াল বাফুফের সভাপতি নির্বাচিত হওয়ার পর গঠনতন্ত্রে পরিবর্তন আনার বিষয়টি বেশি গুরুত্ব পায়।
১ ঘণ্টা আগে