ইংলিশ প্রিমিয়ার লিগ

চেলসিকে হারিয়ে জয়ে ফিরল ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২: ১৫
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০: ৩৮

এক ম্যাচ বিরতি দিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। আগের ম্যাচে ম্যানচেস্টার ডার্বিতে সিটির কাছে হারা রেড ডেভিলরা ২-১ গোলে হারিয়েছে চেলসিকে। ইউনাইটেডের হয়ে গোল দুটি করেন ব্রুনো ফার্নান্দেজ ও ক্যাসেমিরো। চেলসির জার্সিতে একটি গোল শোধ করেন চালোহবা। দুদলই একটি করে লাল কার্ড দেখে। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমেও শিরোপার পথে ছুটছে গত মৌসুমের চ্যাম্পিয়ন লিভারপুল। এবার এভারটনকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে আসরে টানা পঞ্চম জয় তুলে নিলো আর্না স্লটের দল। শীর্ষস্থান আরো মজবুত হলো তাদের।

বিজ্ঞাপন

ঘরের মাঠে অ্যানফিল্ডে লিভারপুলের জয়ে গোল দুটি করেন রায়ান গ্রেভেনবার্গ ও হুগো একিতিকে। এই জয়ে পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করেছে ‘অল রেড’ খ্যাত দলটি। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে লিভারপুল। তাতে ম্যাচের মাত্র ১০ মিনিটেই এগিয়ে যায় তারা। গ্রেভেনবার্গের গোলে লিড নেয় স্লটের দল। মোহাম্মদ সালাহ কোনাকুনি পাস দিয়েছিলেন। বল লক্ষ করে ছুটে গিয়ে জাল খুঁজে নেন ডাচ তারকা। পাঁচ মিনিট বাদেই ভালো একটি সুযোগ পেয়েছিল স্লটের শিষ্যরা। সালাহ এবং সোবোজলাই ওয়ান-টু খেলে এভারটনের বক্সে ঢুকে পড়লেও জাল খুঁজে নিতে পারেননি।

বল দখলে রেখে লিভারপুল যখন একের পর এক আক্রমণ করে যাচ্ছে তখন গ্যালারিতে অল রেডদের প্রয়াত ফুটবলার দিয়েগো জতার নামে স্লোগান উঠেছে তুমুল। গানে গানে মাতোয়ারা অ্যানফিল্ডে ২৪ মিনিটে সুযোগ পেয়েও মিস করেন কোডি গাকপো। এভারটন প্রথমবার ম্যাচের সবচেয়ে ভালো সুযোগটি পায় দুই মিনিট পর। ২৬ মিনিটে জ্যাক গ্রিলিশ বল নিয়ে ছুটে গিয়ে দেওসবারি হলকে পাস দিলেও জাল খুঁজে নিতে ব্যর্থ হন।

আক্রমণ-পাল্টা আক্রমণে লিভারপুল ব্যবধানে দ্বিগুণ করে ম্যাচের ২৯ মিনিটে। গোলদাতা একিতিকে। গ্রেভেনবার্গ সময়মতো দারুণ এক পাস দেন বক্সে। আগে থেকেই সেখানে ছিলেন একিতিকে। বাকি কাজটা অনায়াসে সারেন ফ্রেঞ্চ তারকা। এ নিয়ে চলতি মৌসুমে একিতিকের গোল হলো চারটি। এরপর প্রথমার্ধে আর গোল পায়নি কোনো দল।

দ্বিতীয়ার্ধে দারুণ খেলে যায় এভারটন। তারই ধারায় একটি গোল শোধ করে তারা। এই গোলে অবদান গ্রিলিশের। ইংলিশ তারকা দৌড়ে বল নিয়ে গিয়ে খুঁজে পান গুয়েকে। মাঠের বামপ্রান্ত থেকে জোরালো শটে আলিসন বেকারকে পরাস্ত করেন গুয়ে। এরপর দুই দল একের পর এক আক্রমণ করে যায়। তবে ব্যবধান আর বাড়েনি। তাতে তিন পয়েন্ট আদায় করে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করল লিভারপুল।

একনজরে ফল

লিভারপুল ২-১ এভারটন

ম্যানইউ ২-১ চেলসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত