ইংলিশ প্রিমিয়ার লিগ

চেলসির মাঠে হারল লিভারপুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০১: ২৭

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে হারের তেতো স্বাদ হজম করেছিল চেলসি। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগ আর ইংলিশ লিগ মিলিয়ে গ্যালাতাসারে ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে টানা দুই ম্যাচে ধরাশায়ী হয়েছিল লিভারপুল। এদিক থেকে দুই জায়ান্ট ক্লাবেরই ছিল জয়ের ট্র্যাকে ফেরার মিশন। এ অভিযানে শেষ হাসি হেসেছে চেলসি। নাটকীয় ম্যাচে শেষ দিকের গোলে দ্য ব্লুজ শিবির ২-১ ব্যবধানে হারিয়েছে দ্য রেড শিবিরকে। তাতে লিভারপুল হারল টানা তিন ম্যাচ।


নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে ম্যাচের ১৪ মিনিটে স্বাগতিক চেলসিকে এগিয়ে দেন মইজেস ক্যাসেদো। বিরতির পর লড়াইয়ের ৬৩ মিনিটে লিভারপুল সমতায় ফেরে কোডি গ্যাপকোর গোলে। শেষ দিকে ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে লিভারপুলের জাল কাঁপিয়ে চেলসির জয়ের নায়ক বনে যান এস্তেভাও উইলিয়ান।



এছাড়া নিজেদের মাঠে আর্সেনাল ২-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যামকে। এ নিয়ে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে টানা চার জয় তুলে নিল কোচ মিকেল আর্তেতার গানার শিবির। আগের ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে হার মেনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ বাদেই জয়ের ধারায় ফিরল রেড ডেভিলরা। সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ম্যানইউ। আর টানা দুই ড্রয়ের পর জয়ের ছন্দটা ফিরে পেয়েছে টটেনহ্যাম হটস্পার। স্পাররা ২-১ গোলে হারিয়েছে লিডস ইউনাইটেডকে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত