ইউরোপিয়ান ফুটবল

চতুর্থ রাউন্ডের টিকিট কেটেছে লিভারপুল-চেলসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ৪০
আলেকজান্ডার ইসাক

লিভারপুলের হয়ে প্রথমবারের মতো গোলের দেখা পেলেন আলেকজান্ডার ইসাক। তবে নিজেদের মাঠ অ্যানফিল্ডে জয়সূচক গোলটি উপহার দিয়েছেন হুগো একিটিকে। গোল করার পরের মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন একিটিকে। এতে অবশ্য কোনো সমস্যা হয়নি। সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ডে টিকিট কেটেছে লিভারপুল। এ রাউন্ডে লিভারপুরের সঙ্গী হয়েছে চেলসিও।

বিজ্ঞাপন


টুর্নামেন্টে রেকর্ড শিরোপাজয়ী লিভারপুল এবার মাঠে নেমেছে শিরোপা ধরে রাখার মিশন নিয়ে। গত মৌসুমে দশম শিরোপা জেতা কোচ আর্নে স্লটের শিষ্যরা মঙ্গলবার রাতে নিজেদের মাঠে সাউদাম্পটনের বিপক্ষে তৃতীয় রাউন্ডের ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে।


ম্যাচের ৮৫ মিনিটে হুগো একিটিকে দ্য রেড শিবিরকে জয়সূচক গোলটি উপহার দেন। কিন্তু বিপাকে পড়ে যান গোল করে জার্সি খুলে উদযাপন করে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এই ফরাসি তারকা। তার আগে ম্যাচের ৫৩ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন। ফলে জালের সন্ধান পেয়েই লাল কার্ড দেখে দর্শক বনে যান একিটিকে।


নিজেদের মাঠ সিনসিল ব্যাংকে চেলসিকে আতিথ্য দিয়েছিল লিংকন সিটি। ইংল্যান্ডের তৃতীয় বিভাগের দল হয়েও সমানতালে দ্য ব্লুজ শিবিরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। চেলসির রক্ষণভাগের ভুলে ম্যাচের ৪২ মিনিটে লিড পায় লিংকন সিটি


নিজেদের মাঠ সিনসিল ব্যাংকে চেলসিকে আতিথ্য দিয়েছিল লিংকন সিটি। ইংল্যান্ডের তৃতীয় বিভাগের দল হয়েও সমানতালে দ্য ব্লুজ শিবিরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। চেলসির রক্ষণভাগের ভুলে ম্যাচের ৪২ মিনিটে লিড পায় লিংকন সিটি।


কিন্তু বিরতির পর খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে দুই গোল দিয়ে ফেলে চেলসি। লড়াইয়ের ৪৮ মিনিটে চেলসিকে সমতাসূচক গোল এনে দেন টাইরিক জর্জ। মিনিট দুয়েক বাদে নতুন আর্জেন্টাইন সাইনিং ফাকুন্ডো বুনানাত্তে প্রতিপক্ষের জাল কাঁপালে লড়াইয়ে প্রথমবারের মতো এগিয়ে যায় চেলসি। পরে বেশ কয়েকটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি অতিথি স্টামফোর্ড ব্রিজ শিবির। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ এনজো মারেস্কার শিষ্যরা।


অন্যদিকে কোপা ইতালিয়ায় এসি মিলান ৩-০ গোলে হারিয়েছে লেচেকে। ইতালির জায়ান্ট ক্লাব মিলানের হয়ে গোল এনে দেন সান্তিয়াগো জিমেনেজ, ক্রিস্টোফার এনকুনকু ও ক্রিস্টিয়ান পিউলিসিক।

একনজরে ফল
লিভারপুল ২-১ সাউদাম্পটন
লিংকন সিটি ১-২ চেলসি
এসি মিলান ৩-০ লেচে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত