ইংলিশ প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক

আগের ম্যাচে দুর্দান্ত খেলেছে লিভারপুল। ম্যাক অ্যালিস্টারের একমাত্র গোলে চ্যাম্পিয়নস লিগে হারিয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে মাঠে নামতেই খেই হারিয়ে ফেললো দ্য রেড শিবির। আর নিজেদের মাঠে দুর্দান্ত খেললো ম্যানচেস্টার সিটি। ইত্তিহাদ স্টেডিয়ামে আর্লিং হাল্যান্ডের গোলের সুবাদে লিভারপুলকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এ নিয়ে টানা চার জয় পেল কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচের ৩৯ মিনিটে ম্যানসিটিকে এগিয়ে দেন আর্লিং হাল্যান্ড। প্রথমার্ধের ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন নিকো গনজালেজ। আর ম্যাচের বয়স এক ঘণ্টা পূর্ণ হওয়ার তিন মিনিট পর সিটিকে তৃতীয় গোল এনে দেন জেরেমি ডোকু।
কম তো নয়, টানা দশ জয়। দাপুটে পারফরম্যান্সে জয়রথে চেপে এগিয়ে যাচ্ছিল আর্সেনাল। অবশেষে তাদের জয়যাত্রা থামিয়ে দিয়ে ফুটবলপ্রেমীদের বিস্মিত করেছে চলতি মৌসুমে চমক দেখিয়ে যাওয়া সান্ডারল্যান্ড। গত শনিবার রাতে সবার ওপরে থাকা গানারদের ২-২ গোলে রুখে দিয়েছে চারে থাকা রেগিস লি ব্রিসের শিষ্যরা। ড্যানিয়েল ব্যালাডের গোলে আগে এগিয়ে গিয়েছিল সান্ডারল্যান্ড। অতিথি আর্সেনালকে সমতা এনে দেন বুকায়ো সাকা। লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে লিড নিয়ে জয়ের স্বপ্নই বুনেছিল জায়ান্ট ক্লাবটি। কিন্তু ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে জালে বল জড়িয়ে কোচ মিকেল আর্তেতার শিষ্যদের হতাশ করেন ব্রায়ান ব্রোবে।
আর্সেনালের হতাশার রাতে অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছে চেলসি। নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে দ্য ব্লুজ শিবির ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সফরকারী উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে। কোচ এনজো মারেস্কার শিষ্যদের গোল তিনটি উপহার দেন মালো গুস্তো, জোয়াও পেদ্রো ও পেদ্রো নেতো।

আগের ম্যাচে দুর্দান্ত খেলেছে লিভারপুল। ম্যাক অ্যালিস্টারের একমাত্র গোলে চ্যাম্পিয়নস লিগে হারিয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে মাঠে নামতেই খেই হারিয়ে ফেললো দ্য রেড শিবির। আর নিজেদের মাঠে দুর্দান্ত খেললো ম্যানচেস্টার সিটি। ইত্তিহাদ স্টেডিয়ামে আর্লিং হাল্যান্ডের গোলের সুবাদে লিভারপুলকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এ নিয়ে টানা চার জয় পেল কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচের ৩৯ মিনিটে ম্যানসিটিকে এগিয়ে দেন আর্লিং হাল্যান্ড। প্রথমার্ধের ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন নিকো গনজালেজ। আর ম্যাচের বয়স এক ঘণ্টা পূর্ণ হওয়ার তিন মিনিট পর সিটিকে তৃতীয় গোল এনে দেন জেরেমি ডোকু।
কম তো নয়, টানা দশ জয়। দাপুটে পারফরম্যান্সে জয়রথে চেপে এগিয়ে যাচ্ছিল আর্সেনাল। অবশেষে তাদের জয়যাত্রা থামিয়ে দিয়ে ফুটবলপ্রেমীদের বিস্মিত করেছে চলতি মৌসুমে চমক দেখিয়ে যাওয়া সান্ডারল্যান্ড। গত শনিবার রাতে সবার ওপরে থাকা গানারদের ২-২ গোলে রুখে দিয়েছে চারে থাকা রেগিস লি ব্রিসের শিষ্যরা। ড্যানিয়েল ব্যালাডের গোলে আগে এগিয়ে গিয়েছিল সান্ডারল্যান্ড। অতিথি আর্সেনালকে সমতা এনে দেন বুকায়ো সাকা। লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে লিড নিয়ে জয়ের স্বপ্নই বুনেছিল জায়ান্ট ক্লাবটি। কিন্তু ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে জালে বল জড়িয়ে কোচ মিকেল আর্তেতার শিষ্যদের হতাশ করেন ব্রায়ান ব্রোবে।
আর্সেনালের হতাশার রাতে অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছে চেলসি। নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে দ্য ব্লুজ শিবির ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সফরকারী উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে। কোচ এনজো মারেস্কার শিষ্যদের গোল তিনটি উপহার দেন মালো গুস্তো, জোয়াও পেদ্রো ও পেদ্রো নেতো।

আর্জেন্টিনা তো বটেই বিশ্বের বেশিরভাগ ফুটবল খেলোয়াড়ের শরীরেই ট্যাটু আছে। বিশ্বসেরা লিওনেল মেসির শরীরেও অসংখ্য ট্যাটু। আর্জেন্টিনার সকল খেলোয়াড়ের শরীরেও ট্যাটু, কেবল একজন বাদে। তিনি জুলিয়ান আলভারেজ, সময়ের সেরা তারকা।
৩৮ মিনিট আগে
লা লিগার চলতি মৌসুমের শুরু থেকেই ইনজুরির সঙ্গে লড়াই করছিলেন রবার্ট লেভানডোভস্কি। ফেরার আগে ইঙ্গিত দিয়েছিলেন ভালো কিছুর। সেল্টা ভিগোর বিপক্ষেই চেনা রূপে ফিরলেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার। তার
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ফুটবলে সামনে দুটি ম্যাচ। প্রতিপক্ষ নেপাল ও ভারত। নতুন এই মিশনকে সামনে রেখে আজ দুপুরে ঢাকায় পা রাখছেন লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী। আর শমিত সোম দেশে আসবেন আগামীকাল মঙ্গলবার রাতে।
৬ ঘণ্টা আগে