স্পোর্টস ডেস্ক
মেক্সিকান ক্লাব মন্টেরির বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজের কল্যাণে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ে ইন্টার মিলান। আরেকটু হলে ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও ড্রয়ের সাক্ষী হতে যাচ্ছিল ইতালিয়ান সিরি’র শীর্ষ ক্লাবটি। কিন্তু দলের ক্রান্তিকালে আরও একবার নায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন মার্টিনেজ। এরপর তুলির শেষ আঁচড়টা দেন তার স্বদেশী ভ্যালেন্টিস কার্বোনি। এই দুই আর্জেন্টাইনের কল্যাণে উরাওয়া রেডসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার।
উরাওয়ার বিপক্ষেও প্রথমে পিছিয়ে পড়েছিল ইন্টার। সিয়াটলের লুমেন ফিল্ডে ১১তম মিনিটে সান সিরোর প্রতিনিধিদের জালে বল পাঠান উরাওয়ার মিডফিল্ডার রোমা ওয়াতানাবে। এই গোলের সুবাদে ৭৭ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল জাপানিজ ক্লাবটি।
পরের মিনিটে স্বস্তি ফেরে ইন্টার শিবিরে। সতীর্থ নিকোলো বারেল্লার কর্নার থেকে পাওয়া বলে দারুণ এক বাইসাইকেল কিকে জালে বল জড়ান আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার মার্টিনেজ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটির দেখা পায় ইন্টার। ফ্রান্সেস্কো এসপোসিতোর সহায়তায় জালে বল জড়ান আর্জেন্টিনার তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার কার্বোনি। এই জয়ে শেষ ষোলতে উঠার সম্ভাবনা উজ্জল করল ইন্টার। অন্যদিকে তাদের কাছে হেরে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হলো উরাওয়ার।
‘ই’ গ্রুপের দুইয়ে অবস্থান করছে ইন্টার। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে তাদের সংগ্রহ চার পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট। নিজেদের সবশেষ ম্যাচে মন্টেরির সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।
অন্য ম্যাচে মামেলোদি সানডাউনসের বিপক্ষে বরুশিয়ার জয় ৪-৩ ব্যবধানে। সানডাউনসের সঙ্গে বরুশিয়ার লড়াইটা হয়েছে দুর্দান্ত। ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা। মুদ্রার উল্টো পিঠ দেখতেও বেশি সময় লাগেনি তাদের। ১৬ মিনিটে ম্যাচে ফেরার পর প্রথমার্ধে আরো দুই গোল করে ম্যাচের লাগাম টেনে ধরে বরুশিয়া।
বিরতি থেকে ফেরার ১৪ মিনিটের মাথায় নিজেদের ভুলে চতুর্থ গোল হজম করে সানডাউনস। যদিও হাল ছাড়েনি তারা। দুটি গোলের শোধ দিয়ে ম্যাচে ফেরার আভাস দেয়। তাতে অবশ্য কাজের কাজ হয়নি। হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে দলটি। বরুশিয়ার জয়ের দিনে তৃতীয় গোলটি করেন জুড বেলিংহামের ছোট ভাই জোব বেলিংহাম। জার্মান ক্লাবটির হয়ে এটা তার প্রথম গোল।
মেক্সিকান ক্লাব মন্টেরির বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজের কল্যাণে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ে ইন্টার মিলান। আরেকটু হলে ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও ড্রয়ের সাক্ষী হতে যাচ্ছিল ইতালিয়ান সিরি’র শীর্ষ ক্লাবটি। কিন্তু দলের ক্রান্তিকালে আরও একবার নায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন মার্টিনেজ। এরপর তুলির শেষ আঁচড়টা দেন তার স্বদেশী ভ্যালেন্টিস কার্বোনি। এই দুই আর্জেন্টাইনের কল্যাণে উরাওয়া রেডসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার।
উরাওয়ার বিপক্ষেও প্রথমে পিছিয়ে পড়েছিল ইন্টার। সিয়াটলের লুমেন ফিল্ডে ১১তম মিনিটে সান সিরোর প্রতিনিধিদের জালে বল পাঠান উরাওয়ার মিডফিল্ডার রোমা ওয়াতানাবে। এই গোলের সুবাদে ৭৭ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল জাপানিজ ক্লাবটি।
পরের মিনিটে স্বস্তি ফেরে ইন্টার শিবিরে। সতীর্থ নিকোলো বারেল্লার কর্নার থেকে পাওয়া বলে দারুণ এক বাইসাইকেল কিকে জালে বল জড়ান আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার মার্টিনেজ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটির দেখা পায় ইন্টার। ফ্রান্সেস্কো এসপোসিতোর সহায়তায় জালে বল জড়ান আর্জেন্টিনার তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার কার্বোনি। এই জয়ে শেষ ষোলতে উঠার সম্ভাবনা উজ্জল করল ইন্টার। অন্যদিকে তাদের কাছে হেরে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হলো উরাওয়ার।
‘ই’ গ্রুপের দুইয়ে অবস্থান করছে ইন্টার। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে তাদের সংগ্রহ চার পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট। নিজেদের সবশেষ ম্যাচে মন্টেরির সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।
অন্য ম্যাচে মামেলোদি সানডাউনসের বিপক্ষে বরুশিয়ার জয় ৪-৩ ব্যবধানে। সানডাউনসের সঙ্গে বরুশিয়ার লড়াইটা হয়েছে দুর্দান্ত। ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা। মুদ্রার উল্টো পিঠ দেখতেও বেশি সময় লাগেনি তাদের। ১৬ মিনিটে ম্যাচে ফেরার পর প্রথমার্ধে আরো দুই গোল করে ম্যাচের লাগাম টেনে ধরে বরুশিয়া।
বিরতি থেকে ফেরার ১৪ মিনিটের মাথায় নিজেদের ভুলে চতুর্থ গোল হজম করে সানডাউনস। যদিও হাল ছাড়েনি তারা। দুটি গোলের শোধ দিয়ে ম্যাচে ফেরার আভাস দেয়। তাতে অবশ্য কাজের কাজ হয়নি। হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে দলটি। বরুশিয়ার জয়ের দিনে তৃতীয় গোলটি করেন জুড বেলিংহামের ছোট ভাই জোব বেলিংহাম। জার্মান ক্লাবটির হয়ে এটা তার প্রথম গোল।
আগামী ৩০ অক্টোবর ভারতের গোয়ায় শুরু হবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা-২০২৫। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিচ্ছেন।
১৩ মিনিট আগে৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
১ ঘণ্টা আগেসেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
১ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
২ ঘণ্টা আগে