আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্বকাপ বাছাইয়ে টানা পাঁচ জয়

বিশ্বকাপে এক পা স্পেনের

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে এক পা স্পেনের

সময়টা দারুণ কাটছে স্পেনের। বিশেষ করে বিশ্বকাপ বাছাইয়ে। বিস্ময়কর পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছে দলটি। পাঁচ ম্যাচ খেলে শতভাগ জয় পেয়েছে তারা। অবিশ্বাস্য সাফল্যের এ মিশনে স্প্যানিশ ফুটবলাররা প্রতিপক্ষের জালে জড়িয়েছেন ১৯ গোল। বিপরীতে প্রতি ম্যাচে ক্লিনশিট থেকে গেছে স্পেন। তার মানে কোনো প্রতিপক্ষই স্প্যানিশ গোলরক্ষকের চোখ ফাঁকি দিতে পারেনি।

বিজ্ঞাপন

শনিবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বে মিকেল অয়ারাজাবালের জোড়া গোলের নৈপুণ্যে স্বাগতিক জর্জিয়াকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেন কোচ লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও বিশ্বকাপের টিকিট এখনো নিশ্চিত হয়নি স্পেনের। অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের। তবে অপেক্ষা কেবল কাগজে-কলমের। বিশ্বমঞ্চে এক পা দিয়েই ফেলেছে তারা।

বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাইয়ের গ্রুপ ‘ই’-তে পাঁচ ম্যাচে স্পেনের সংগ্রহ ১৫ পয়েন্ট। গোল ব্যবধান ১৯। সমান ম্যাচে ১২ পয়েন্টের পুঁজি নিয়ে তুরস্ক রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। তাদের গোল ব্যবধান ৫। পয়েন্ট তালিকার চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা করে নেবে বিশ্বকাপে। বিশ্ব আসরে নিজেদের নাম লেখার লক্ষ্য নিয়ে আগামী মঙ্গলবার রাতে স্পেন মোকাবিলা করবে তুরস্ককে। বিশ্বকাপে জায়গা পেতে হলে শেষ ম্যাচে স্পেনকে হারাতে হবে বিশাল ব্যবধানে, যা তুরস্কের জন্য একরকম অসম্ভব। এ কারণে স্পেনের বিশ্বকাপ টিকিট যে নিশ্চিত, সেটা এখন হলফ করেই বলা যায়।

তিবলিসিতে মাঠের লড়াইয়ের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্পেন। বল দখল, আক্রমণ ও গোলের সুযোগ তৈরিতে এগিয়েছিল স্পেন। লা রোজাদের জার্সি গায়ে দুটি গোল উপহার দেন মিকেল অয়ারাজাবাল। ম্যাচের বাকি গোল দুটি এনে দেন মার্টিন জুবিমেন্দি ও ফেরান তোরেস।

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচেও দারুণ পারফরম্যান্সের ছন্দটা ধরে রাখতে চায় স্পেন। এ নিয়ে তোরেস বলেন, ‘দল হিসেবে আমরা দুর্দান্ত খেলেছি। যদিও এখনো গাণিতিক হিসাব অনুযায়ী (বিশ্বকাপ) নিশ্চিত হয়নি, তবে শেষ ম্যাচে আমরা নিজেদের যোগ্যতা প্রমাণ করে বিশ্বকাপে উঠতে চাই। কোনোকিছুই আগে থেকে ধরে নেওয়া যায় না কিন্তু আমরা আত্মবিশ্বাসী।’

অন্য ম্যাচে গ্রুপ ‘জে’-তে কাজাখস্তানের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়েছিল বেলজিয়াম। তবে জয়ের দেখা পায়নি দলটি। ইউরোপের দলটিকে ১-১ গোলে রুখে দেয় মধ্য এশিয়ার দেশটি। এ ড্রয়ে বিশ্বকাপের টিকিটের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে কোচ রুডি গার্সিয়ার দলকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন