কোয়ালিফায়ার না খেলেও ফাইনালে ওয়াশিংটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১৩: ২৬

গত ৭ জুলাই শেষ হয়েছে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) লিগ পর্বের খেলা। যেখান থেকে প্লে অফে জায়গা করে নিয়েছে ৪ দল। প্রথম কোয়ালিফায়ারে বুধবার (৯ জুলাই) টেক্সাস সুপার কিংসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল ওয়াশিংটন ফ্রিডমের। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটিতে একটিতে বল মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত ম্যাচ বাতিল হলেও ফাইনালে পৌঁছে গেছে ওয়াশিংটন।

নিয়ম মেনেই ফাইনালে উঠেছে ফ্রাঞ্চাইজিটি। মেজর লিগ ক্রিকেটের নিয়ম অনুযায়ী, লিগ পর্বের শীর্ষ ২ দল প্রথম কোয়ালিফায়ার খেলবে। এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে বরাদ্দ থাকবে না। তাই কোনো কারণে ম্যাচ বাতিল হলে ফাইনালে উঠবে টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করা দল।

বিজ্ঞাপন

নিয়মের মারপ্যাঁচে পড়লেও ফাইনালে উঠার জন্য আরও একটি সুযোগ থাকছে টেক্সাসের সামনে। এলিমিনেটরে বৃহস্পতিবার (১০ জুলাই) সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে মাঠে নামবে এমআই নিউইয়র্ক। সে ম্যাচের জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে টেক্সাস।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত