নারী কাবাডি বিশ্বকাপে প্রথম পদক নিশ্চিত হলো বাংলাদেশের। থাইল্যান্ডকে ৪০-৩১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিটের সঙ্গে ব্রোঞ্জ পদকও নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনালে উঠেছে ইরানও। তারা নেপালকে উড়িয়ে দিয়েছে ৩৯-১১ পয়েন্টের ব্যবধানে।
ঢাকায় চলমান আসরের শুরু থেকেই পদকের প্রত্যাশার কথা জানিয়ে আসছিলেন বাংলাদেশের খেলোয়াড় ও কর্মকর্তারা। সেটার লক্ষ্যই মাঠে নেমে ১১-১১ সমতার পর ১৪-১২ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর দ্রুতই প্রতিপক্ষকে অলআউট করে বাংলাদেশ, এগিয়ে যায় ১৮-১৩ পয়েন্টে। সময়ের সঙ্গে অধিপত্য বাড়তে থাকে বাংলাদেশের। দ্বিতীয়বারের মতো থাইল্যান্ডকে অলআউট করে ৩১-১৮ পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষদিকে থাইল্যান্ড চেষ্টা করলেও হার মানতে হয় ৪০-৩১ পয়েন্টে।
অন্য ম্যাচে নেপালকে পাত্তাই দিল না ইরান। প্রথমার্ধের ছয় মিনিটের মধ্যে নেপালকে অল আউট করে ইরান এগিয়ে যায় ১০-১ পয়েন্টে। দ্বাদশ মিনিটে নেপালকে আবারও অল আউট করে ২০১২ বিশ্বকাপের রানার্সআপরা। তখন তারা এগিয়ে ছিল ২৪-৩ পয়েন্টে। প্রথমার্ধ ইরান শেষ করে ২১ পয়েন্ট এগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে।
দ্বিতীয়ার্ধও ছিল একপেশে। জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়ায় ইরান এ অর্ধে পয়েন্টের জন্য মরিয়া হয়ে ওঠেনি। এ অর্ধে তারা ১৫ পয়েন্ট তুলে জয় নিশ্চিত করে। নেপাল তুলতে পারে ৮ পয়েন্ট।

