মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন ও ক্রীড়া উপদেষ্টা ডঃ আসিফ নজরুল।
শনিবার রাতে নিজের অফিসিয়াল ফেইসবুক একাউন্টে এই নিন্দা জানিয়ে তিনি একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেছেন, মোস্তাফিজের বিষয়ে কেন ভারতীয় ক্রিকেট বোর্ড এমন অযাচিত সিদ্ধান্ত নিলো সেই প্রসঙ্গটা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিল ( আইসিসি) এর কাছে যেন বিস্তারিত ব্যাখা করে চিঠি দেয়। যেখানে (ভারতের মাটিতে) বাংলাদেশের একজন খেলতে পারবেন না, সেখানে বাংলাদেশের পুরো দল বিশ্বকাপে খেলতে যাওয়াটা নিরাপদ মনে করার কোনো কারণ নেই।
শুধু তাই নয়, ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া ভারতের মাটিতে টি- টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলাগুলো সেখান থেকে সরিয়ে শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্যও যেন আইসিসির কাছে বিসিবি অনুরোধ করে সেই নির্দেশনাও দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
কড়া ভাষায় আসিফ নজরুল ভারতের সিদ্ধান্তের সমালোচনা করে সাফ জানিয়ে দেন সামনের আইপিএলের সম্প্রচার যেন বাংলাদেশে বন্ধ করা হয় সেজন্য তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধও করেছেন।
নিচের ডঃ আসিফ নজরুলের সেই ফেইসবুক স্ট্যাস্টাসটি তুলে ধরা হলো-‘‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।
আমি তথ্য এবং সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়!
আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না।
গোলামীর দিন শেষ!’’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

