কেপ টাউন টেস্টে শুরু না হতেই বড় ধাক্কা খেল পাকিস্তান। সাইম আইয়ুব ইনজুরিতে পড়েছেন। বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোটে পড়েন এই তরুণ অলরাউন্ডার। স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন সাইম। চোট কতটা গুরুতর, তা এখনো নিশ্চিত নয়। তবে তার পায়ে যে ফোলা ও ব্যান্ডেজ দেখা গেছে, তাতে দীর্ঘ সময়ের জন্য হয়তো মাঠের বাইরে থাকতে হবে তাকে। এতে চলতি মাসে ঘরের মাঠে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে তার শঙ্কা দেখা দিয়েছে।
ইনিংসের সপ্তম ওভারে রিকেলটনের ব্যাট ছুঁয়ে বল ডিপ থার্ড বাউন্ডারিতে যাচ্ছিল। দৌঁড়ে গিয়ে সেটি বাঁচাতে গিয়েই বিপদে পড়েন সাইম। বলের কাছাকাছি গিয়ে নিজের গতি কমাতে গিয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এই তরুণ। মাঠে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর একপর্যায়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন সাইম। তার বদলি হিসেবে মাঠে নামেন একাদশের বাইরে থাকা আব্দুল্লাহ শফিক।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করেছে।

