২৪২ কোটি টাকা পাচ্ছে জতার পরিবার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৪: ০০

অনেক দিন ধরেই লিভারপুলের হয়ে দ্যুতি ছড়িয়ে যাচ্ছিলেন দিয়োগো জতা। ২০২২ সালে এসে করেছিলেন চুক্তি নবায়ন। লিভারপুলের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেছিলেন জতা। তার মানে পর্তুগিজ ফরোয়ার্ডের চুক্তির মেয়াদ বাকি ছিল আরো দুই বছর।

বিজ্ঞাপন

ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অ্যানফিল্ড শিবিরে জতা সপ্তাহে বেতন পেতেন এক লাখ ৪০ হাজার পাউন্ড। বছরে যেটা প্রায় ৭২ লাখ পাউন্ড। বোনাস বাদ দিয়ে শুধু পারিশ্রমিক হিসেবে বাকি দুই বছরে প্রায় এক কোটি ৪৫ লাখ পাউন্ড (প্রায় ২৪২ কোটি ৪৫ লাখ টাকা) পেতেন জতা। এই পরিমাণ অর্থ তার পরিবারের হাতে তুলে দেওয়ার চিন্তা-ভাবনা করছে লিভারপুল। এমনটা নিশ্চিত করেছে পর্তুগালের সংবাদমাধ্যম ‘রেকর্ড’।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত