পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১৪: ৩৯

নিজেদের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কারের জন্য শনিবার (২৫ জানুয়ারি) ১৩৯ জনের নাম প্রকাশ করেছে ভারত সরকার। এই তালিকায় আছেন রবিচন্দ্রন অশ্বিন।

বিজ্ঞান, শিল্প, খেলাধুলা, শিক্ষা, সাহিত্য, বাণিজ্য, শিল্পকলা, সমাজসেরা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রতি বছর এই পুরস্কার দিয়ে থাকে ভারত সরকার।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে ২০১০ সালের জুনে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন অশ্বিন। গত মাসে দেশের জার্সি তুলে রাখার ঘোষণা দেন। তার আগে তিন ফরম্যাট মিলে ভারতের হয়ে ২৮৭ ম্যাচ খেলেন অশ্বিন। বল হাতে নিয়েছেন ৭৬৫ উইকেট। এছাড়া ব্যাট হাতে তার সংগ্রহ ৪ হাজার ৩৯৪ রান।

অশ্বিনের আগে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার এই সম্মাননা পেয়েছেন। এরা হলেন বিরাট কোহলি, এসএস ধোনি, জহির খান, গৌতম গম্ভীর, সুনিল গাভাস্কার, কপিল দেব, শচিন টেন্ডুলকার, গুরুচরণ সিং, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্ণণ, যুবরাজ সিং। ক্রিকেটারদের মধ্যে সবশেষ ২০২৩ সালে পদ্মশ্রী পান গুরুচরণ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত