আফগানিস্তানের এশিয়া কাপের প্রাথমিক দলে জায়গা পাননি মুজিব-উর-রহমান। দলে নেই ব্যাটসম্যান নাজিবউল্লাহ জাদরানও। ২২ সদস্যের এ দলে নেতৃত্বে থাকছেন রশিদ খান।
এশিয়া কাপের আগে আমিরাত-পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজও খেলবে আফগানরা।
আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াড : রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, দারবিশ রাসুলি, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবি, নাংগিয়াল খারোটি, শরাফউদ্দিন আশরাফ, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, আল্লাহমোহাম্মদ গাজানফার, নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, সেলিম সাফি, আবদুল্লাহ আহমাদজাই ও বশির আহমদ।

