টেক্সাসকে হারিয়ে ফাইনালে নিউইয়র্ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১১: ০০
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১১: ০৯

মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় দল হিসেবে ফাইনালে পা রেখেছে এমআই নিউইয়র্ক। দ্বিতীয় কোয়ালিফায়ারে শনিবার (১২ জুলাই) টেক্সাস সুপার কিংসকে ৭ উইকেটে হারিয়েছে নিকোলাস পুরানের দল।

টেক্সাসের দেওয়া ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেগ পেতে হয়নি নিউইয়র্ককে। কাইরন পোলার্ড, পুরান ও মোনাঙ্ক প্যাটেলের ব্যাটে ভর করে ৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি। ৩৬ বলে ৫২ রানে অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক। তার সঙ্গে ৪৭ রানে অপরাজিত ছিলেন পোলার্ড। ২২ বলে ৪ চারের পাশাপাশি তিনটি ছয় মারেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। প্যাটেল এনে দেন ৪৯ রান। ৩৯ বল খেলেন তিনি। নিউইয়র্কের পতন হওয়া উইকেট তিনটি ভাগাভাগি করে নেন আকিল হোসেইন, জিয়াউল হক ও নুর আহমেদ।

বিজ্ঞাপন

এর আগে ফাফ ডু প্লেসি ও আকিলের জোড়া ফিফটিতে স্কোরবোর্ডে এই সংগ্রহ দাঁড় করায় টেক্সাস। ৪২ বল খেলা ডু প্লেসির অবদান ৫৯ রান। ৫৫ রান করেন আকিল। ৩২ বল খেলেন তিনি। ২০ বলে ৩২ রান এনে দেন ডোনোভান ফেরেইরা। নিউইয়র্কের হয়ে ৩৫ রানে ৩ উইকেট নেন ট্রিস্টান লুস। রুশিল উগারকারের শিকার দুটি। ৩১ রান খরচ করেন তিনি।

ফাইনালে আগামী ১৪ জুলাই নিউইয়র্কের প্রতিপক্ষ ওয়াশিংটন ফ্রিডম।

সংক্ষিপ্ত স্কোর:

টেক্সাস সুপার কিংস: ১৬৬/৫ (২০ ওভার); ডু প্লেসি ৫৯, আকিল ৫৫*, ফেরেইরা ৩২; লুস ৩/৩৫

এমআই নিউইয়র্ক: ১৭২/৩ (১৯ ওভার); পুরান ৫২*, পোলার্ড ৪৭*, প্যাটেল ৪৯; আকিল ১/১১

ফল: নিউইয়র্ক ৭ উইকেটে জয়ী

ম্যাচসেরা: কাইরন পোলার্ড

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত