ম্যানসিটি অধ্যায় শেষে লম্বা বিরতি নেবেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১৯: ০০

বায়ার্ন মিউনিখ ছেড়ে ২০১৬ সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেন পেপ গার্দিওলা। সিটিজেনদের সঙ্গে তার চুক্তি আছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। এই স্প্যানিশ কোচ জানিয়েছেন, নিজেকে সময় দিতে ম্যানসিটির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর বিরতি নেবেন তিনি। সে বিরতি ১৫ বছরেরও হতে পারে।

গার্দিওলা বলেন, ‘ম্যানসিটির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর আমি বিরতি নেব। সেটা ঠিক করে ফেলেছি। বলতে পারেন চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। কত দিনের বিরতি নিব সেটা জানি না। সেটা এক থেকে ১৫ বছরের হতে পারে। এখন একটু থামার প্রয়োজন মনে করছি। এখন একটু নিজের শরীরের দিকে খেয়াল রাখা দরকার।’

বিজ্ঞাপন

আর কখনও যে বার্সেলোনার কোচ হচ্ছেন না সেটাও নিশ্চিত করেছেন গার্দিওলা, ‘আমার জন্য বার্সেলোনা অধ্যায় শেষ। চিরদিনের জন্য শেষ হয়ে গেছে। ওই অধ্যায় আমার জন্য দারুণ ছিল। নিশ্চিত করছি সে অধ্যায় শেষ হয়েছে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত