আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিয়াওতেকের বিদায়

স্পোর্টস ডেস্ক
শিয়াওতেকের বিদায়

কানাডিয়ান ওপেনে একটির পর একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটছেই। নারী এককে শীর্ষ বাছাই কোকো গাউফের দুঃস্বপ্নের পর এবার বিদায়ের তালিকায় নাম লেখালেন দ্বিতীয় বাছাই ইগা শিয়াওতেক। শেষ ষোলোয় এই পোলিশ তারকাকে হারিয়ে টুর্নামেন্টে নতুন চমক দেখালেন ডেনমার্কের ক্লারা তাউসেন।

উইম্বলডন চ্যাম্পিয়ন শিয়াওতেক প্রথম সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করলেও ৭-৬ (৭-১), ৬-৩ গেমে হেরে যান। জয় তুলে কোয়ার্টার-ফাইনালে নাম লেখান র‍্যাংকিংয়ের ১৯ নম্বর ২১ বছর বয়সি তাউসেন। গত মাসে উইম্বলডনে চতুর্থ রাউন্ডে শিয়াওতেকের কাছে হেরেছিলেন তাওসন। এবার সেই হারের প্রতিশোধ নিলেন তিনি।

বিজ্ঞাপন

ম্যাচ জিতে তাওসন বলেন, 'এটা অবশ্যই দারুণ অনুভূতি। আমার কঠোর পরিশ্রম যে সঠিক পথে এগোচ্ছে তা এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে। আমি এখন এ ধরনের উচ্চ পর্যায়ে খেলতে আরও আত্মবিশ্বাসী বোধ করছি এবং মনে হচ্ছে এখানে আমি জায়গা করে নিতে পারি।'

চতুর্থ রাউন্ডে জয়ের পর কোয়ার্টার ফাইনালে তাওসনের প্রতিপক্ষ হচ্ছেন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ম্যাডিসন কিস। আমেরিকান তারকা কিস দুইটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে চেক প্রজাতন্ত্রের কারোলিনা মুচোভার বিপক্ষে ৪-৬, ৬-৩, ৭-৫ সেটে জয় পান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন