স্পোর্টস ডেস্ক
মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) লো স্কোরিং ম্যাচ দেখল সবাই। সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্কে ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল, সৌরভ নেত্রভালকর ও জ্যাক এডওয়ার্ডসের বোলিং তোপে পড়ে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় সিয়াটল অর্কাস। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটের জয় পায় ওয়াশিংটন ফ্রিডম।
সিয়াটলের ইনিংসের অর্ধেকের বেশি আসে হেনরিখ ক্লাসেনের ব্যাট থেকে। ৩৯ বলে ৪৮ রান করেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটার। চারটি বাউন্ডারি মারেন ক্লাসেন। এ ছাড়া সিয়াটলের ইনিংসে আর কোনো চার কিংবা ছয়ের মার ছিল না। ক্লাসেন ছাড়া ফ্র্যাঞ্চাইজিটির হয়ে আর কোনো ব্যাটার দশকের ঘরে যেতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান করেন অধিনায়ক সিকান্দার রাজা। এ ছাড়া হারমিত সিং ৭ এবং শিমরন হেটমায়ার ও অ্যারন জোন্স করেন সমান ৫ রান। ওয়াশিংটনের হয়ে ম্যাক্সওয়েল, সৌরভ ও জ্যাক তিনটি করে উইকেট নেন। সবচেয়ে কম ১২ রান খরচ করেন ম্যাক্সওয়েল। ১ রান বেশি দেন সৌরভ। অন্যদিকে জ্যাকের খরচ ১৯ রান।
জবাবে ৬৪ বল হাতেই রেখেই জয় নিশ্চিত করে ওয়াশিংটন। ৩৬ রানে অপরাজিত থাকেন মুক্তার আহমেদ। ২১ বলে ২ চারের পাশাপাশি ৩ ছয় মারেন তিনি। ৩২ রান আসে রাচিন রবীন্দ্রর ব্যাট থেকে। সিয়াটলের হয়ে রাজা ও জশদীপ সিং একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
সিয়াটল অর্কাস : ৮২/১০ (১৭.৪ ওভার); ক্লাসেন ৪৮, রাজা ৮, হারমিত ৭; ম্যাক্সওয়েল ৩/১২, সৌরভ ৩/১৩
ওয়াশিংটন ফ্রিডম : ৮৬/২ (৯.২ ওভার); মুক্তার ৩৬*, রবীন্দ্র ৩২; জশদীপ ১/১১
ফল : ওয়াশিংটন ফ্রিডম ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা : গ্লেন ম্যাক্সওয়েল
মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) লো স্কোরিং ম্যাচ দেখল সবাই। সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্কে ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল, সৌরভ নেত্রভালকর ও জ্যাক এডওয়ার্ডসের বোলিং তোপে পড়ে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় সিয়াটল অর্কাস। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটের জয় পায় ওয়াশিংটন ফ্রিডম।
সিয়াটলের ইনিংসের অর্ধেকের বেশি আসে হেনরিখ ক্লাসেনের ব্যাট থেকে। ৩৯ বলে ৪৮ রান করেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটার। চারটি বাউন্ডারি মারেন ক্লাসেন। এ ছাড়া সিয়াটলের ইনিংসে আর কোনো চার কিংবা ছয়ের মার ছিল না। ক্লাসেন ছাড়া ফ্র্যাঞ্চাইজিটির হয়ে আর কোনো ব্যাটার দশকের ঘরে যেতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান করেন অধিনায়ক সিকান্দার রাজা। এ ছাড়া হারমিত সিং ৭ এবং শিমরন হেটমায়ার ও অ্যারন জোন্স করেন সমান ৫ রান। ওয়াশিংটনের হয়ে ম্যাক্সওয়েল, সৌরভ ও জ্যাক তিনটি করে উইকেট নেন। সবচেয়ে কম ১২ রান খরচ করেন ম্যাক্সওয়েল। ১ রান বেশি দেন সৌরভ। অন্যদিকে জ্যাকের খরচ ১৯ রান।
জবাবে ৬৪ বল হাতেই রেখেই জয় নিশ্চিত করে ওয়াশিংটন। ৩৬ রানে অপরাজিত থাকেন মুক্তার আহমেদ। ২১ বলে ২ চারের পাশাপাশি ৩ ছয় মারেন তিনি। ৩২ রান আসে রাচিন রবীন্দ্রর ব্যাট থেকে। সিয়াটলের হয়ে রাজা ও জশদীপ সিং একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
সিয়াটল অর্কাস : ৮২/১০ (১৭.৪ ওভার); ক্লাসেন ৪৮, রাজা ৮, হারমিত ৭; ম্যাক্সওয়েল ৩/১২, সৌরভ ৩/১৩
ওয়াশিংটন ফ্রিডম : ৮৬/২ (৯.২ ওভার); মুক্তার ৩৬*, রবীন্দ্র ৩২; জশদীপ ১/১১
ফল : ওয়াশিংটন ফ্রিডম ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা : গ্লেন ম্যাক্সওয়েল
সেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
২৪ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
১ ঘণ্টা আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
১ ঘণ্টা আগেদারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
১১ ঘণ্টা আগে