স্পোর্টস রিপোর্টার
নতুন মৌসুমটা মোহামেডান স্পোর্টিং ক্লাব শুরু করেছে হার দিয়ে। এক ম্যাচের বাংলাদেশ চ্যালেঞ্জ কাপে সাদা-কালো শিবিরের হৃদয় ভাঙে বসুন্ধরা কিংস। মৌসুমের শুরুতেই শিরোপা খোয়ানোর পর এবার বাংলাদেশ ফুটবল লিগও (বিএফএল) মোহামেডান শুরু করল হারের তেতো স্বাদ হজম করে।
আজ কিংস অ্যারেনায় ফর্টিস এফসির কাছে ২-০ গোলে হার মেনেছে লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে দিনের অন্য ম্যাচে জয় থেকে বঞ্চিত হয়েছে বসুন্ধরা কিংসও। গাজীপুরে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হাতছাড়া করেছে ক্লাবটি। লিগের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে পুলিশ এফসি।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে লড়াইয়ে দাপট দেখিয়েছে কিংস শুরু থেকে। ২-০ গোলের লিড নিয়ে ফেলেছিল দলটি। ম্যাচের ১৩ মিনিটেই দোরিয়েলতন গোমেজের গোলে এগিয়ে যায় কিংস। প্রথমার্ধ শেষের আগমুহূর্তে গোল ব্যবধান দ্বিগুণ করে ফেলেন ফয়সাল আহমেদ।
ম্যাচের ৫৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানেই এগিয়ে ছিল কিংস। কিন্তু ৫৯ মিনিটে কিংসের সোহেল রানা ডি-বক্সে ফাউল করে বসেন। এতে ম্যাচের চিত্রনাট্য পাল্টে যায়। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান পিডব্লিউডির উজবেক স্ট্রাইকার আকোবির তুরাইভ। পরে আক্রমণাত্মক খেলতে থাকা কিংসের রক্ষণে চিড় খুঁজে নিয়ে ৭২ মিনিটে পিডব্লিউডিকে সমতাসূচক গোল এনে দেন আরমান ফয়সাল।
এ দিকে একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছে কোচ আলফাজ আহমেদের মোহামেডান। কিন্তু গোলের দেখা পায়নি। উল্টো বিরতির পর মোহামেডানকে হতাশ করেন ফর্টিসের গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর। জালে বল জড়ান তিনি ম্যাচের ৬১ মিনিটে। পরে ৭৯ মিনিটে ফর্টিসের হয়ে জোড়া গোল পূর্ণ করেন পা ওমর। তার ফুটবল নৈপুণ্যেই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফর্টিস।
একনজরে ফল
মোহামেডান ০-২ ফর্টিস
বসুন্ধরা কিংস ২-২ পিডব্লিউডি
ব্রাদার্স ইউনিয়ন ০-১ পুলিশ এফসি
নতুন মৌসুমটা মোহামেডান স্পোর্টিং ক্লাব শুরু করেছে হার দিয়ে। এক ম্যাচের বাংলাদেশ চ্যালেঞ্জ কাপে সাদা-কালো শিবিরের হৃদয় ভাঙে বসুন্ধরা কিংস। মৌসুমের শুরুতেই শিরোপা খোয়ানোর পর এবার বাংলাদেশ ফুটবল লিগও (বিএফএল) মোহামেডান শুরু করল হারের তেতো স্বাদ হজম করে।
আজ কিংস অ্যারেনায় ফর্টিস এফসির কাছে ২-০ গোলে হার মেনেছে লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে দিনের অন্য ম্যাচে জয় থেকে বঞ্চিত হয়েছে বসুন্ধরা কিংসও। গাজীপুরে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হাতছাড়া করেছে ক্লাবটি। লিগের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে পুলিশ এফসি।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে লড়াইয়ে দাপট দেখিয়েছে কিংস শুরু থেকে। ২-০ গোলের লিড নিয়ে ফেলেছিল দলটি। ম্যাচের ১৩ মিনিটেই দোরিয়েলতন গোমেজের গোলে এগিয়ে যায় কিংস। প্রথমার্ধ শেষের আগমুহূর্তে গোল ব্যবধান দ্বিগুণ করে ফেলেন ফয়সাল আহমেদ।
ম্যাচের ৫৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানেই এগিয়ে ছিল কিংস। কিন্তু ৫৯ মিনিটে কিংসের সোহেল রানা ডি-বক্সে ফাউল করে বসেন। এতে ম্যাচের চিত্রনাট্য পাল্টে যায়। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান পিডব্লিউডির উজবেক স্ট্রাইকার আকোবির তুরাইভ। পরে আক্রমণাত্মক খেলতে থাকা কিংসের রক্ষণে চিড় খুঁজে নিয়ে ৭২ মিনিটে পিডব্লিউডিকে সমতাসূচক গোল এনে দেন আরমান ফয়সাল।
এ দিকে একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছে কোচ আলফাজ আহমেদের মোহামেডান। কিন্তু গোলের দেখা পায়নি। উল্টো বিরতির পর মোহামেডানকে হতাশ করেন ফর্টিসের গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর। জালে বল জড়ান তিনি ম্যাচের ৬১ মিনিটে। পরে ৭৯ মিনিটে ফর্টিসের হয়ে জোড়া গোল পূর্ণ করেন পা ওমর। তার ফুটবল নৈপুণ্যেই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফর্টিস।
একনজরে ফল
মোহামেডান ০-২ ফর্টিস
বসুন্ধরা কিংস ২-২ পিডব্লিউডি
ব্রাদার্স ইউনিয়ন ০-১ পুলিশ এফসি
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৯ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
১০ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১৩ ঘণ্টা আগে