নেইমারকে দলে না রাখার ব্যাখ্যায় যা বললেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১১: ৪৩

যেন দম ফেলার ফুরসত নেই কার্লো আনচেলত্তির। রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষে সোমবার (২৬ মে) ব্রাজিল পৌঁছান। একদিন না যেতেই আগামী মাসে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেন তিনি। যে দলে নেইমার জুনিয়রকে রাখেননি। এজন্য অবশ্য কোনো বিতর্কের মুখে পড়তে হয়নি এই ইতালিয়ান কোচকে। জানিয়েছেন, নেইমার চোট থেকে পুরোপুরি সেরে না উঠার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নেইমারের পাশাপাশি দলে জায়গা হয়নি রদ্রিগো গোজের। প্রায় এক বছর পর দলে ফেরানো হয়েছে কাসেমিরোকে। এই তারকা মিডফিল্ডারের প্রত্যাবর্তন আনচেলত্তির ঘোষিত দলের সবচেয়ে আলোচিত ঘটনা। এছাড়া ফিরেছেন অ্যান্তোনি, রিশার্লিশনদের মতো তারকারাও।

বিজ্ঞাপন

দল ঘোষণার পর আনচেলত্তি বলেন, ‘ফর্মে থাকা খেলোয়াড়দের দলে রাখার চেষ্টা করেছি। কিছুদিন আগে নেইমার ইনজুরিতে পড়েছে। দলের জন্য সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় সেটা সবাই জানে। ভবিষ্যতেও সে দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। আমাদের অনেক খেলোয়াড় চোটে ভুগছে। তাই তাদের দলে রাখা সম্ভব হয়নি। নেইমার তাদের মধ্যে অন্যতম।’

আনচেলত্তি আরও বলেন, ‘ব্রাজিল দলে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই। আমরা সব সময় নেইমারের ওপর ভরসা রাখি। তার প্রতি দলের অনেক ভরসা আছে। বিশ্বকাপ প্রস্তুতির জন্য সে ব্রাজিলে ফিরে এসেছে। কেন তাকে দলে রাখা হয়নি এটা ব্যাখ্যা করার জন্য আমি তার সঙ্গে কথা বলেছি। সে আমার সঙ্গে একমত। আমরা এভাবেই এগিয়ে যেতে চাই।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত