২০২৮ অলিম্পিক ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ২২: ০০

অলিম্পিকে অংশ নিতে পারে শুধু সার্বভৌম দেশ। আসন্ন ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে সামনে রেখে যে রীতি অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।

১২৮ বছর পর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরছে। যেখানে ছেলে ও মেয়ে বিভাগ থেকে অংশ নেবে ছয়টি করে দেশ। আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র অংশ নেবে। দল বাছাই সম্পর্কে এখনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি। তবে অলিম্পিকে ক্রিকেট রাখার চেষ্টা চালানোর সময় আইসিসি একটি প্রস্তাবনা দিয়েছিল। যেখানে বলা হয়, একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ ছয় দল অলিম্পিকে অংশ নেবে। শেষ পর্যন্ত এই পদ্ধতি মেনে বাছাই প্রক্রিয়া হলে স্বস্তি পাবে ওয়েস্ট ইন্ডিজ। কারণ ছেলেদের র‌্যাংকিংয়ে এই মুহূর্তে পাঁচে আছে ক্যারিবিয়ানরা। বিপরীতে মেয়েদের র‌্যাংকিংয়ে তাদের অবস্থান ছয়ে।

বিজ্ঞাপন

তবে সমস্যা হলো, ওয়েস্ট ইন্ডিজ স্বতন্ত্র কোনো দেশ নয়। বেশকিছু দ্বীপপুঞ্জ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নামে আন্তর্জাতিক ক্রিকেট খেলে তারা। অলিম্পিকে অংশ নেওয়ার জন্য তাই এই সমস্যার সমাধান চান ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি ড. কিশোর শ্যালো। তিনি বলেন, ‘ক্যারিবিয়ানরা অলিম্পিকে বরাবরই দাপট দেখিয়ে আসছে। আমরা নিজেদের ক্রীড়া উৎকর্ষ দিয়ে বিশ্বকে অনুপ্রাণিত করতে সক্ষম হয়েছি। এসব বিষয় বিবেচনা করে ২০২৮ সালে অলিম্পিকে ক্রিকেট ফিরলে আমাদের যেন বঞ্চিত না করা হয়।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত