আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শৈশবের ক্লাবেই ডি মারিয়ার শেষের শুরু

স্পোর্টস ডেস্ক
শৈশবের ক্লাবেই ডি মারিয়ার শেষের শুরু

রোজারিও সেন্ট্রাল- ক্লাবটির সঙ্গেই অনেক আবেগ, স্মৃতি, ভালোলাগা জড়িয়ে আছেন অ্যাঞ্জেল ডি মারিয়ার। ১৯৯২ সালে মাত্র চার বছর বয়সে জন্মস্থান রোজারিও’র এই ক্লাবটির সঙ্গে যুক্ত হন। ক্যারিয়ারের সায়াহ্নে এসে শৈশবের ক্লাবটিতেই ফিরলেন আক্রমণভাগের এই ফুটবলার।

২০০৫ সালে রোজারিও সেন্ট্রাল দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ডি মারিয়া। ২০০৭ সালে বেনফিকা দিয়ে শুরু করেন ইউরোপ অধ্যায়। এরপর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটডে, পিএসজি, জুভেন্টাস হয়ে ২০২৩ সালে আরও একবার বেনফিকাতে নাম লেখান। যেখান থেকে ইউরোপ অধ্যায় শুরু করেছিলেন, সেই বেনফিকাতে দুই মৌসুম খেলে ইউরোপ অধ্যায়ের ইতি টেনেছেন ডি মারিয়া। ফিরেছেন জন্মস্থান আর্জেন্টিনাতে- উদ্দেশ্য আবারও রোজারিও সেন্ট্রালের জার্সি গায়ে জড়ানো।

বিজ্ঞাপন

ইতোমধ্যে রোজারিও সেন্ট্রালের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে ডি মারিয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বকাপ জয়ী ফুটবলারের ফেরা নিয়ে এক মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে রোজারিও সেন্ট্রাল। ক্যাপশনে লিখেছে, ‘একসঙ্গে ইতিহাসে আরও অনেক কিছু লিখা বাকি। ঘরে তোমাকে স্বাগতম ডি মারিয়া।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন