আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে দলে থাকাদের তালিকা প্রকাশ করে বিসিবি। এবারের বিশ্বকাপ স্কোয়াডে নেই কোনো চমক। গত কয়েক মাসে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা নিয়মিত মুখরাই আছেন বিশ্বকাপ দলে।

বিজ্ঞাপন

সেঞ্চুরি করে বিপিএল মিশন শুরু করা নাজমুল হোসেন শান্ত এবং দারুণ বোলিং করা রিপন মন্ডলকে নিয়ে ছিল নানান আলোচনা। তবে শেষ পর্যন্ত তাদের জায়গা বিশ্বকাপ স্কোয়াডে হয়নি। বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন লোয়ার মিডল অর্ডারে খেলা জাকের আলী অনিক। সাম্প্রতিক সময়ে ছন্দে না থাকা এই ব্যাটারের ওপর ভরসা রাখতে পারেনি টিম ম্যানেজমেন্ট।

যথারীতি বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন লিটন দাস। আর সহ-অধিনায়কের ভূমিকা পালন করবেন সাইফ হাসান। এছাড়া বিশ্বকাপ দলে আছেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন।

আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি তিন ম্যাচ ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে। ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে। বাংলাদেশের গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে হওয়ার কথা রয়েছে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের মাটিতে ম্যাচগুলো আয়োজন না করতে আইসিসিকে চিঠি দেবে বিসিবি।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন