আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাগরিকার জোড়া গোলে বাংলাদেশের দারুণ শুরু

স্পোর্টস রিপোর্টার
সাগরিকার জোড়া গোলে বাংলাদেশের দারুণ শুরু

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইয়ের শুরুটা দারুণ হালো বাংলাদেশের। ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারিয়েছে আফঈদা খন্দকার অ্যান্ড কোং।

লাও ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচজুড়ে আধিপত্য বিস্তারকারী ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ নষ্টের ভীড়ে এক গোল নিয়ে সন্তুষ্ট থাকে পিটার বাটলারের দল। বিরতির পর স্বাগতিকদের ওপর আক্রমণের চাপ বাড়িয়ে দেয় তারা। এই অর্ধেও ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের ব্যর্থতায় জয়ের ব্যবধান আরো বড় হয়নি বাংলাদেশের।

বিজ্ঞাপন

প্রথম গোলের জন্য ৩৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করেন সাগরিকা। বিরতির থেকে ফেরার ১৪ মিনিটের মাথায় ব্যবধান বাড়ায় তারা। এ যাত্রায় স্কোরশিটে নাম লেখান মুনকি আক্তার। গোলমুখে বারবার ব্যর্থ হওয়ায় নির্ধারিত সময়ে আর কোনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। যোগগ করা সময়ে শেষবারের মতো গোল উৎসব করে দলটি। নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন সাম্প্রতি সময়ের দুর্দান্ত ফর্মে থাকা স্ট্রাইকার সাগরিকা।

নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ৮ আগস্ট তিমোর লেস্তের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের বয়সভিত্তিক নারী দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন