পাকিস্তান টেস্ট দলে তিন নতুন মুখ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ২৩
রোহাইল নাজির

চমক রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঘোষিত ১৮ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ। আর দলের নেতৃত্বে রয়েছেন ব্যাটসম্যান শান মাসুদ।


দলে ডাক পাওয়া তিন অনভিষিক্ত ক্রিকেটার হলেন আসিফ আফ্রিদি, ফয়সাল আকরাম ও রোহাইল নাজির। তবে প্রথম টেস্ট মাঠে গড়ানোর আগে কয়েক জনকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচক কমিটি।


সিনিয়র ক্রিকেটারদের মধ্যে দলে রয়েছেন- বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। স্পিন বিভাগে থাকছেন নোমান আলি, সাজিদ খান, আবরার আহমেদ ও কামরান গুলাম।


আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।


পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, ফয়সাল আকরাম, হাসান আলি, ইমাম-উল-হক, কামরান গুলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নোমান আলি, রোহাইল নাজির (উইকেটরক্ষক), সাজিদ খান, সালমান আলি আগা, সাউদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত