আফ্রিকান কাপ অব নেশনসের লড়াইয়ে আলজেরিয়া ও নাইজেরিয়ার লড়াই জমজমাট হবে সেটা আগেই ধারণা পাওয়া গিয়েছিল। তবে ম্যাচে কোনো প্রভাবই বিস্তার করতে পারেনি আলজেরিয়া। এক রিয়াদ মাহরেজের ওপর ভর করে কোয়ার্টারে পা রাখা দলটি সেমিতে উঠতে পারল না। নাইজেরিয়া তাদেরকে হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে। নাইজেরিয়ার হয়ে দুটি গোল করেন ভিক্টর ওসিমেন ও আকোর আদামস।
শনিবার রাতে মরক্কোর মারাকেশে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল নাইজেরিয়ার দখলে। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা। বিরতির পর লিড পায় নাইজেরিয়া। ৪৭ মিনিটে ব্রুনো ওনিয়েমেচির বাড়ানো ক্রসে হেডে গোল করেন ওসিমেন। এটি ছিল চলতি টুর্নামেন্টে তার চতুর্থ গোল। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আকোর আদামস।
সেমিফাইনালে বুধবার স্বাগতিক মরক্কোর মুখোমুখি হবে নাইজেরিয়া। চতুর্থ শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এবার স্বাগতিকদের হারাতে হবে সুপার ঈগলসদের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

