হাল্যান্ডের জোড়া গোল

নতুন ডি ব্রুইনের প্রশংসায় গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১২: ২২
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১২: ২৬

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে উলভসের মাঠ থেকে ৪-০ গোলের বড় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। দলের জয়ের দিনে জোড়া গোল করেছেন আর্লিং হাল্যান্ড। নরওয়েজিয়ান তারকার জোড়া গোলকে পাশ কাটিয়ে পেপ গার্দিওলার নজর কেড়েছেন ম্যানসিটির নতুন কেভিন ডি ব্রুইন টিজানি রেইন্ডার্স।

গত মৌসুমটা ভালো যায়নি ম্যানসিটির। ঘুরে দাঁড়াতে গ্রীষ্মকালীন দলবদলে বেশ কয়েকজনকে স্কোয়াডে টানে জায়ান্টরা। এদের মধ্যে রায়ান শের্কি ও টিজার্নি রেইন্ডার্স অন্যতম। উলভসের বিপক্ষে প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছে তাদের দুজনেরই। দুজনই গোল করে অভিষেক রাঙিয়েছেন।

বিজ্ঞাপন

নতুনদের কাছ থেকে এমন পারফরম্যান্স আশা দেখাচ্ছে গার্দিওলাকে। বিশেষ করে রেইন্ডার্সের খেলার ধরনে একটু বেশিই খুশি এই স্প্যানিশ কোচ। এসি মিলান থেকে উড়িয়ে আনা এই মিডফিল্ডার নিজে এক গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও সহায়তা করেছেন। এই তরুণ ফুটবলারের মাঝে যেন ডি ব্রুইনকেই খুঁজে পেয়েছেন গার্দিওলা।

প্রাক মৌসুম প্রীতি ম্যাচেও দুর্দান্ত ছিলেন রেইন্ডার্স। এই মিডফিল্ডার বড় জায়গা দখলে নিয়ে প্রভাব বিস্তারকারী ফুটবল খেলায় পারদর্শী। যেটা ফরোয়ার্ড কিংবা রক্ষণভাগের খেলোয়াড়দের কাজকেও সহজ করে।

ম্যাচ শেষে বিবিসি স্পোর্টকে গার্দিওলা বলেন, ‘শুধু আজ নয়, পালেরমোর বিপক্ষে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ৩-০ গোলের জয়ের দিনেও রেইন্ডার্স নিজের যোগ্যতা প্রমাণ করেছে। সে একজন সাধারণ খেলোয়াড়, প্রিমিয়ার লিগে আমাদের যেমন প্রয়োজন। সে সত্যিই অবিশ্বাস্য। এটা নিঃসন্দেহে বড় সাইনিং। তার খেলার ধরন দুর্দান্ত। সে একজন হোল্ডিং মিডফিল্ডার। অনেক জায়গা দখল করে খেলতে পারে। বলের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে। নিজে গোলের চেষ্টাও করেছে সে। আমি তার পারফরম্যান্সে সত্যিই খুশি।’

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত