আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানি ব্যাটারের রেকর্ড ১৭৭*

স্পোর্টস ডেস্ক
পাকিস্তানি ব্যাটারের রেকর্ড ১৭৭*

ক্যারিয়ারের প্রথম যুব ওয়ানডে খেলতে নেমেই রেকর্ডের পাতায় জায়গা করে নিলেন পাকিস্তানের সামির মিনহাস। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে ১৭৭ রানের অপরাজিত ইনিংস খেলে একাধিক রেকর্ড গড়েন ১৯ বছর বয়সি এই তরুণ। ১৪৮ বলের ইনিংসে ছিল ১১ চার ও ৮ ছক্কা।

সামিরের ১৭৭* রান যুব ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও তা-ই। আহমেদ হুসাইনের সঙ্গে সামিরের ২৯৩ রানের জুটি যুব ওয়ানডেতে যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ জুটির রেকর্ডটি এখনো আছে ইংল্যান্ডের ড্যান লরেন্স ও জ্যাক বার্নহ্যামের।

বিজ্ঞাপন

২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চট্টগ্রামে ফিজির বিপক্ষে দ্বিতীয় উইকেটে তারা যোগ করেছিলেন ৩০৩ রান। সামিরের সঙ্গী আহমেদ হুসাইনও ছিলেন সমান উজ্জ্বল। ৮ চার ও ২ ছক্কায় ১১৪ বলে ১৩২ রান করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন