আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রোনালদো অবসর নেবেন খুব 'শিগগিরই'

স্পোর্টস ডেস্ক

রোনালদো অবসর নেবেন খুব 'শিগগিরই'

ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল স্কোরিং দক্ষতা এখনো ক্ষুরধার। তাই তো চিরসবুজ তারুণ্য ধারণ করে উপহার দিয়ে যাচ্ছেন গোলের পর গোল। হাজার গোলের মাইলফলক ছোঁয়াই এই গোলমেশিনের লক্ষ্য। তবে সিআর সেভেনের মাথায় আছে অবসর ভাবনাও। এবং সেটা হতে পারে খুব শিগগিরই।

বিজ্ঞাপন

সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছেন পর্তুগিজ এ মেগাস্টার। সেখানে তাকে প্রশ্ন করা হয়, বুটজোড়া তুলে রাখবেন কবে?প্রশ্নটির উত্তরে শুরুতে একটি শব্দই উচ্চারণ করেন রোনালদো। বলেন, ‘শীঘ্রই।’


তারপরই ফুটবল থেকে নিজের অবসর নেওয়ার প্রস্তুতি নিয়ে পাঁচবারের এ ব্যালন ডি’অর জয়ী রোনালদো বলেন ‘আমার মনে হয়, আমি প্রস্তুত থাকব। যদিও এটা খুব, খুব কঠিন হবে। তবে, ২৫, ২৬, ২৭ বছর বয়স থেকে আমি আমার ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি নিয়েছি। আমি মনে করি, আমি এই চাপ সামলাতে পারব। ফুটবলে গোল করার পর শরীর থেকে যেভাবে অ্যাড্রেনালিন নিঃসৃত হয়, এর তুলনীয় আর কিছু নেই।’


যার শুরু আছে, তার শেষও আছে। একটা সময় তাকে থামতে হবে, সেটা বুঝতে পেরেই পরিবারের সঙ্গে অবসর সময় কাটানোর পরিকল্পনা করেছেন রোনালদো, ‘সবকিছুরই শুরু ও শেষ আছে। (ফুটবল ছাড়ার পর) আমি নিজের জন্য বেশি সময় পাব, পরিবারকে সময় দেব, আমার সন্তানদের বড় করব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন