
রোনালদোর গোলের নতুন রেকর্ড
ক্রিশ্চিয়ানো রোনালদো যেন চিরসবুজ তরুণ। ৪০ পেরোনো এ ফুটবল সুপারস্টারকে দেখে এটা মনে হওয়াটাই স্বাভাবিক। যে বয়সে সবাই অবসর জীবনে চলে যান। সেই বয়সে সিআর সেভেন রেকর্ড ভেঙেই যাচ্ছেন।

ক্রিশ্চিয়ানো রোনালদো যেন চিরসবুজ তরুণ। ৪০ পেরোনো এ ফুটবল সুপারস্টারকে দেখে এটা মনে হওয়াটাই স্বাভাবিক। যে বয়সে সবাই অবসর জীবনে চলে যান। সেই বয়সে সিআর সেভেন রেকর্ড ভেঙেই যাচ্ছেন।

যেন এক অসম্ভবের পেছনে ছুটছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যেটা কার্যত কেউ করে দেখাতে পারেননি। তবুও সিআর সেভেন থেমে নেই। এক হাজার গোলের মাইলফলকে পা রাখা চাই-ই চাই পাঁচবারের এ ব্যালন ডি’অর জয়ীর। ফুটবলে পেলের এক হাজার গোলের কীর্তির কথা কম-বেশি সবাই জানেন এবং মানেন।

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটি ২-১ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে। আর্সেনাল ২-১ গোলে ধরাশায়ী করেছে ব্রাইটনকে। আর লিভারপুল সমান ব্যবধানে জিতেছে উলভারহ্যাম্পটনের বিপক্ষে।

কম তো নয়! গত ফেব্রুয়ারিতেই বয়সটা পেরিয়ে গেছে ৪০-এর কোঠা। কিন্তু ৪১-এর কাছাকাছি এসেও ক্রিশ্চিয়ানো রোনালদো যেন চিরসবুজ তরুণ! দুর্দান্ত খেলে পেয়ে যাচ্ছেন গোলের পর গোল। অথচ এ বয়সে তো অবশ্যই, তার আগেও অনেকে ফুটবল ক্যারিয়ারকে গুডবাই জানিয়ে দেন।








ফিফপ্রো

মেসি গোল পেলেও হারল মিয়ামি






এএফসি চ্যাম্পিয়নস লিগ




